Friday, November 7, 2025

বিরোধীদের নিচু দেখাতে ধর্মের তাস ছাড়া আর কিছুই খেলতে পারলেন না নরেন্দ্র মোদি। রাজ্যে যেখানে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, সেখানে সন্দেশখালির মহিলাদের অভিযোগ ছাড়া আর কিছুই চোখে পড়ল না প্রধানমন্ত্রীর। সেখানেও গ্রেফতার হওয়া নেতার ধর্মীয় পরিচয়ই সবথেকে বেশি গুরুত্ব পেল মোদির কাছে। অন্যদিকে বিরোধীরা সিএএ নিয়ে কেন্দ্রের আসন উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরার পরে নির্বাচনী জনসভা থেকে সাফাই দেওয়ার কাজও শুরু করলেন মোদি।

গোটা দেশে ধর্মের তাস খেলে ভোট ব্যাঙ্ক ভরানোর চেষ্টা করা মোদি বাংলাতেও ব্যতিক্রমী নন। এবার সেই রাজনীতিতে ‘ভোট জেহাদ’ থেকে ‘মঙ্গলসূত্র’-কেও টেনে আনলেন দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে তীব্র ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্য নিয়ে মোদি বলেন, “যেন মনে হচ্ছে বাংলায় হিন্দুদের তৃণমূল সরকার দ্বিতীয় শ্রেণির নাগরিকের দরজা দিচ্ছে।” সেখানেই ফের সন্দেশখালির পুরোনো প্রসঙ্গ টেনে এনে স্পষ্ট করে দেন ধর্মীয় তাস ঠিক কীভাবে নির্বাচনের আগে সন্দেশখালিতে খেলছে বিজেপি। তিনি বর্ধমানের সভা থেকে বলেন, “তৃণমূল সন্দেশখালির অপরাধীকে বাঁচাতে চাইছিল। তার কারণ কী শুধু এটা ছিল যে তাঁর নাম শাহজাহান শেখ ছিল?”

অন্যদিকে, যে দলের সাংসদরা দিল্লিতে গিয়ে বারবার বাংলার টাকা বন্ধ করার জন্য দরবার করেছেন, এমনকি প্রকাশ্যে আজও বাংলার টাকা বন্ধ করার কথা সজোরে বলেন, সেই সাংসদদের পক্ষেও সওয়ান করলেন নরেন্দ্র মোদি। বরাবর বাংলার বঞ্চনায় অগ্রণী ভূমিকা নেওয়া বিজেপি নেতাদের বাংলা বিরোধী দাবি করেছে তৃণমূল। আর সেই বাংলা বিরোধী সাংসদদের পক্ষে কৃষ্ণনগরের জনসভা থেকে মোদি বলেন, “আপনারা বিজেপির সাংসদদের দেখেছন। গত পাঁচ বছর ওরা এত মেহনত করেছে, নিজেদের এলাকায় এত বিকাশ করেছেন। তাতে বিজেপির সাংসদদের ভোট দিলে উন্নয়নের পক্ষে সম্মতি দেবেন।” বিজেপি সাংসদদের এই কীর্তিকলাপ তুলে ধরেই ফের তাঁদের সমর্থনে ভোট চাইলেন মোদি।

Related articles

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন...

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য...

দিনরাত বিজেপির অপমান, সেই নেহেরুকেই স্মরণ নিউইয়র্কে: মামদানির জয়ে সরব প্রিয়াঙ্কা

যে জওহরলাল নেহেরুকে বিজেপির নেতারা সবক্ষেত্রে নিচু দেখাতে চেষ্টা করেন ভারতে, সেই নেহেরুর জয়গান নিউ ইয়র্কের মঞ্চে। মেয়র...

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...
Exit mobile version