Sunday, August 24, 2025

বিরোধীদের নিচু দেখাতে ধর্মের তাস ছাড়া আর কিছুই খেলতে পারলেন না নরেন্দ্র মোদি। রাজ্যে যেখানে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, সেখানে সন্দেশখালির মহিলাদের অভিযোগ ছাড়া আর কিছুই চোখে পড়ল না প্রধানমন্ত্রীর। সেখানেও গ্রেফতার হওয়া নেতার ধর্মীয় পরিচয়ই সবথেকে বেশি গুরুত্ব পেল মোদির কাছে। অন্যদিকে বিরোধীরা সিএএ নিয়ে কেন্দ্রের আসন উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরার পরে নির্বাচনী জনসভা থেকে সাফাই দেওয়ার কাজও শুরু করলেন মোদি।

গোটা দেশে ধর্মের তাস খেলে ভোট ব্যাঙ্ক ভরানোর চেষ্টা করা মোদি বাংলাতেও ব্যতিক্রমী নন। এবার সেই রাজনীতিতে ‘ভোট জেহাদ’ থেকে ‘মঙ্গলসূত্র’-কেও টেনে আনলেন দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে তীব্র ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্য নিয়ে মোদি বলেন, “যেন মনে হচ্ছে বাংলায় হিন্দুদের তৃণমূল সরকার দ্বিতীয় শ্রেণির নাগরিকের দরজা দিচ্ছে।” সেখানেই ফের সন্দেশখালির পুরোনো প্রসঙ্গ টেনে এনে স্পষ্ট করে দেন ধর্মীয় তাস ঠিক কীভাবে নির্বাচনের আগে সন্দেশখালিতে খেলছে বিজেপি। তিনি বর্ধমানের সভা থেকে বলেন, “তৃণমূল সন্দেশখালির অপরাধীকে বাঁচাতে চাইছিল। তার কারণ কী শুধু এটা ছিল যে তাঁর নাম শাহজাহান শেখ ছিল?”

অন্যদিকে, যে দলের সাংসদরা দিল্লিতে গিয়ে বারবার বাংলার টাকা বন্ধ করার জন্য দরবার করেছেন, এমনকি প্রকাশ্যে আজও বাংলার টাকা বন্ধ করার কথা সজোরে বলেন, সেই সাংসদদের পক্ষেও সওয়ান করলেন নরেন্দ্র মোদি। বরাবর বাংলার বঞ্চনায় অগ্রণী ভূমিকা নেওয়া বিজেপি নেতাদের বাংলা বিরোধী দাবি করেছে তৃণমূল। আর সেই বাংলা বিরোধী সাংসদদের পক্ষে কৃষ্ণনগরের জনসভা থেকে মোদি বলেন, “আপনারা বিজেপির সাংসদদের দেখেছন। গত পাঁচ বছর ওরা এত মেহনত করেছে, নিজেদের এলাকায় এত বিকাশ করেছেন। তাতে বিজেপির সাংসদদের ভোট দিলে উন্নয়নের পক্ষে সম্মতি দেবেন।” বিজেপি সাংসদদের এই কীর্তিকলাপ তুলে ধরেই ফের তাঁদের সমর্থনে ভোট চাইলেন মোদি।

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version