Monday, January 12, 2026

বাংলার ক্রিকেটকে বদলাবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ, ট্রফি উন্মোচনে আশাবাদী সৌরভ- ঝুলন

Date:

Share post:

বিশ্বজুড়ে যখন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের (T20 WC) দামামা বেজে গেছে ঠিক তখনই বাংলায় ক্রিকেটের মহাযুদ্ধের ঘোষণা। আগামী ১১ থেকে ২৮ জুন হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। সিএবির (Cricket Association of Bengal) পাশাপাশি এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে রয়েছে অ্যারিভা স্পোর্টস। শুক্রবার সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে এই প্রতিযোগিতার ট্রফি উন্মোচনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly) এবং ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ছিলেন প্রাক্তন ক্রিকেটাররাও। মনোজ তিওয়ারি (Manoj Tiwari), লক্ষ্মীরতন শুক্লার পাশাপাশি এদিন দেখা গেল টেনিস তারকা লিয়েন্ডার পেজকেও। বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) উদ্যোগে আটটি দল চূড়ান্ত হয়েছে। এদিন তাদের সঙ্গেও অফিসিয়াল পরিচয় পর্ব সারা হল।

বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাদের তুলে আনতে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের উদ্যোগ নিয়েছে CAB আর অ্যারিভা স্পোর্টস (Arivaa Sports)। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজ়ির পুরুষ এবং মহিলা দল থাকবে। মহিলাদের খেলাগুলি হবে সল্টলেক, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে। পুরুষদের ম্যাচগুলি হবে ইডেন গার্ডেন্সে। প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে লাক্স ইন্ডাস্ট্রিজ়, শ্যাম স্টিল, প্রীতম ইন্ডাস্ট্রিজ়, জালান বিল্ডার্স এর মতো ফ্র্যাঞ্চাইজি। ১৮ দিন ধরে বাংলা বিভিন্ন জেলা থেকে ৮ টি দল লড়াই করবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ জেতার লক্ষ্য নিয়ে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে উচ্ছ্বসিত ঝুলন গোস্বামী (Jhulan Goswami) বলেন WPL-এর বাইরে দেশের মধ্যে এই প্রথম মহিলা ক্রিকেট নিয়ে কোনও উদ্যোগ নেওয়া হলো। এটা সত্যিই প্রশংসনীয়।

সৌরভ গঙ্গোপাধ্যায় এদিনের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। মহারাজ জানান, সিএবির সভাপতি হওয়া থেকে বোর্ড প্রেসিডেন্টের যাত্রা, সব সময় বাংলার ক্রিকেটের উন্নতি নিয়ে ভেবেছেন তিনি। আজ টি-টোয়েন্টির জনপ্রিয়তার কথা উদাহরণ হিসেবে তুলে ধরে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজিদের উৎসাহ দেন তিনি। সৌরভ বলেন, ফিরে তাকানোর কোন জায়গা নেই। এখন শুধু এগিয়ে যেতে হবে। “যেভাবে আজ অভিষেক পোড়েল বা ভেঙ্কটেশদের খেলতে দেখি , ইডেনের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেন মিচেল স্টার্ক সেটা সত্যি বুঝিয়ে দিয়ে যায় যে আজকের দিনে ক্রিকেটের অগ্রগতি চোখে পড়ার মতো।”

সৌরভের কথায়, গত কয়েক বছরের মহিলা ক্রিকেটে বিপ্লব নিয়ে এসেছে। এই প্রসঙ্গে WPL জয়ী স্মৃতি মান্ধানা, ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন হরমনপ্রীত, রিচা ঘোষদের কথাও তুলে ধরেন তিনি। তবে যেভাবে দেশের জন্য খেলা সব প্রাক্তন প্লেয়ারদের মঞ্চে ডেকে নিলেন সৌরভ, তা অনুষ্ঠানকে সত্যিই পূর্ণতা দিল।

সিএবি ও অ্যারিভা স্পোর্টসের উদ্যোগে আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ (Bengal Pro T20 League 2024)। অংশগ্রহণ করছে কলকাতা ও হুগলির প্রতিনিধিত্বকারী ‘কলকাতা রয়্যাল টাইগার্স’ (লাক্স ইন্ডাস্ট্রিজ এবং জালান বিল্ডার্স) জিডি স্পোর্টসের ‘হারবার ডায়মন্ডস’ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার নাম উজ্জ্বল করবে। রশ্মি গ্রুপ তাদের দলের নাম দিয়েছে ‘রশ্মি মেদিনীপুর উইজার্ডস’ । রয়েছে সার্ভোটেক ‘শিলিগুড়ি স্ট্রাইকার্স’। শ্রাচি স্পোর্টস বর্ধমান এবং বীরভূম জেলাকে প্রতিনিধিত্ব করার জন্য ‘রাঢ় টাইগার্স’ এর নাম নিয়ে দল তৈরি করেছে। রয়েছে রাইস অ্যাডামাস গ্রুপের দল ‘অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স’। ‘মালদহ সোবিস্কো স্ম্যাশার্স’ এবং ‘মুর্শিদাবাদ কিংস’ (মুর্শিদাবাদ ও নদিয়াকে প্রতিনিধিত্ব করবে এই দল)।

আরও পড়ুন- ফের মোদি সরকারের গাজোয়ারি! আরও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়

মনোজ তিওয়ারি নিজে একটি দলের সঙ্গে যুক্ত আছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঝুলন গোস্বামী লক্ষ্মীরতন শুক্লাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে দেখা গেল তাঁকে। নিজের টিম ভাল পারফরম্যান্স করবে এই আশা করার পাশাপাশি বাকি দল এবং এই উদ্যোগকে সাধুবাদ জানালেন তিনি।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...