Monday, August 25, 2025

ফের জেলের মধ্যে বন্দিদের (Prisoners) সংঘর্ষে মৃত্যু হল এক সাজাপ্রাপ্ত বন্দির। ঘটনাটি ঘটেছে তিহার জেলে (Tihar Jail)। এই জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) থেকে শুরু করে বীরভূমের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জেলের ভেতর বন্দিদের সংঘর্ষ ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে। গত বছরের ২ মে তিহার জেলে বন্দিদের হাতে খুন হয়েছিল রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত গ্যাংস্টার তিলু তাজপুরিয়া। জেলেই তাঁর প্রতিপক্ষ দলের সদস্য যোগেশ টুন্ডা এবং অন্যান্যরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। জানা যাচ্ছে, খাবার বিলিকে কেন্দ্র করেই বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মৃতের নাম দীপক (২৯)। শাকুরপুরের বাসিন্দা দীপক ডাকাতি ও খুনের মামলায় তিহারে বন্দি ছিল। জেল সূত্রের খবর, জেলের ভেতরে রান্নার সহকারী হিসেবে কাজ করত দীপক। শুক্রবার খাবার নিয়েই বন্দিদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বাঁধে। সে সময় দীপকের বুকে ছুরির কোপ বসায় এক বন্দি। গুরুতর জখম অবস্থায় দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দীপককে খুন করার অভিযোগ উঠেছে আব্দুল বশির আখন্দজাদা (৪৪) নামে এক বন্দির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আফগানিস্তানের নাগরিক। জেল সূত্রে খবর, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিহার জেলের ৩ নম্বর সেলে। ইতিমধ্যে ওই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, খুনের নেপথ্যে কোনও গ্যাংয়ের তথ্য উঠে আসেনি।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version