Saturday, July 5, 2025

বালি পাচারকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক পুলিশকর্মীর। বালি পাচার আটকাতে গিয়ে এভাবেই প্রাণ গেল ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতিতে যে আইন রক্ষকদেরও ছাড় নেই। এই প্রথমবার নয়। এর আগেও এই এলাকায় শোন নদী থেকে বালি পাচার আটকাতে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন এক আধিকারিক। তবে এবার প্রাণ গেল পুলিশের এএসআই-এর।

মধ্যপ্রদেশের শাহদুল জেলায় নদী তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে বালি পাচারের ঘটনা ঘটছিল। প্রশাসন আটকানোর উদ্যোগ নিলেও বন্ধ করা যাচ্ছিল না এই বেআইনি কারবার। শনিবার রাতে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মহেন্দ্র বাগরি এক কনস্টেবলের সঙ্গে বেআইনি বালি পাচার করা ট্রাক্টর ধরার জন্য ডিউটি করছিলেন। একটি বালি বোঝাই ট্রাক্টরকে কাগজপত্র দেখানোর জন্য দাঁড় করান। এরপরই বৈধ কাগজ না থাকায় ট্রাক্টরটিকে জরিমানা করার জন্য দাঁড় করালে সেটি ওই এএসআই-কে পিষে দিয়ে যায়।

পরে ঘাতক ট্রাক্টরের তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও মূল অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগেও এই শাহদুল জেলায় এক আধিকারিকের উপর বেআইনি বালি পাচার আটকানোর কারণে মেরে ফেলার চেষ্টা করে মাফিয়ারা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মাফিয়ারাজ কতটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে শনিবারের ঘটনা তার প্রমাণ। বেআইনি দৌরাত্ম্য আটাকতে গেলে আইনের রক্ষকদেরও রেয়াত করবে না মাফিয়ারা, এএসআই-এর মৃত্যুতে সেই বার্তা স্পষ্ট।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version