Thursday, August 21, 2025

বালি পাচারকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক পুলিশকর্মীর। বালি পাচার আটকাতে গিয়ে এভাবেই প্রাণ গেল ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতিতে যে আইন রক্ষকদেরও ছাড় নেই। এই প্রথমবার নয়। এর আগেও এই এলাকায় শোন নদী থেকে বালি পাচার আটকাতে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন এক আধিকারিক। তবে এবার প্রাণ গেল পুলিশের এএসআই-এর।

মধ্যপ্রদেশের শাহদুল জেলায় নদী তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে বালি পাচারের ঘটনা ঘটছিল। প্রশাসন আটকানোর উদ্যোগ নিলেও বন্ধ করা যাচ্ছিল না এই বেআইনি কারবার। শনিবার রাতে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মহেন্দ্র বাগরি এক কনস্টেবলের সঙ্গে বেআইনি বালি পাচার করা ট্রাক্টর ধরার জন্য ডিউটি করছিলেন। একটি বালি বোঝাই ট্রাক্টরকে কাগজপত্র দেখানোর জন্য দাঁড় করান। এরপরই বৈধ কাগজ না থাকায় ট্রাক্টরটিকে জরিমানা করার জন্য দাঁড় করালে সেটি ওই এএসআই-কে পিষে দিয়ে যায়।

পরে ঘাতক ট্রাক্টরের তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও মূল অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগেও এই শাহদুল জেলায় এক আধিকারিকের উপর বেআইনি বালি পাচার আটকানোর কারণে মেরে ফেলার চেষ্টা করে মাফিয়ারা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মাফিয়ারাজ কতটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে শনিবারের ঘটনা তার প্রমাণ। বেআইনি দৌরাত্ম্য আটাকতে গেলে আইনের রক্ষকদেরও রেয়াত করবে না মাফিয়ারা, এএসআই-এর মৃত্যুতে সেই বার্তা স্পষ্ট।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version