সোমবার নির্ধারিত সময়ে প্রকাশিত হল আইসিএসই (ICSE)-আইএসসি (ISC) পরীক্ষার ফলাফল। চলতি বছর দুই ক্ষেত্রেই পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। সার্বিকভাবে গত বছরের তুলনায় পাশের হারও বেড়েছে বলে জানিয়েছে বোর্ড। অন্যদিকে পশ্চিমবঙ্গেরও পাশের হারও আগের থেকে অনেকটাই বেড়েছে। চলতি বছর আইসিএসই দশম শ্রেণিতে বাংলায় পাশের হার ৯৯.২২ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৭.৮০ শতাংশ। সোমবার ফলাফল প্রকাশ হতেই এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আইসিএসসি ও আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল পড়ুয়াদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামীদিনে কৃতীদের সাফল্য কামনা করে যারা চলতি বছর অকৃতকার্য হয়েছে তাদের মন খারাপ না করার পরামর্শ দেন। মমতা বলেন, আগামী বছর নিশ্চয় ভালো ফল হবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
Congratulations to all the students who have passed this year's ICSE & ISC exams.
I wish you all even more success in the future.Those who could not succeed today for some reason or the other, don't lose your heart. I have complete faith that you will also succeed in the…
— Mamata Banerjee (@MamataOfficial) May 6, 2024
তবে এদিন ফলাফল প্রকাশ হতেই দেখা যায় সিআইএসসিই’র বোর্ড পরীক্ষায় ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। দশম শ্রেণিতে ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ সেখানে মেয়েদের ৯৯.৬৫ শতাংশ। একইভাবে দ্বাদশেও ছাত্রী পাশের হার বেশি। ছেলেরা দ্বাদশ শ্রেণিতে ৯৭.৫৩ শতাংশ পাশ করেছে এবং মেয়েদের পাশের হার সেখানে ৯৮.৯২ শতাংশ ৷ সোমবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে। আজই ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এরপর পরীক্ষার্থীরা ১০ মে পর্যন্ত রিভিউ করার আবেদন করতে পারবেন।
বোর্ড জানিয়েছে, নম্বর পুনর্বিবেচনার জন্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ যে কোনও দুটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছর জুলাই মাসে নেওয়া হবে ওই পরীক্ষা। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য http://cisce.org ওয়েবসাইটে দ্রুত আপলোড করা হবে বলে জানিয়েছে বোর্ড।