Saturday, August 23, 2025

পুঞ্চের হামলা ‘লোক দেখানো’, নির্বাচনের আগে বিতর্ক বাড়ালো কংগ্রেস

Date:

লোকসভা নির্বাচনের আগে দেশাত্মবোধের জিগির তুলে ভোটে জেতার চেষ্টা নিয়ে বিজেপি বারবার সমালোচিত হয়েছে। কখনও কার্গিল কখনও পুলওয়ামা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ দীর্ঘদিনের। চলতি লোকসভা নির্বাচনের (Loksabha Election) মধ্যেই শনিবার পুঞ্চে (Poonch) ভারতীয় বায়ুসেনার জওয়ানদের উপর হামলার ঘটনা ঘটে যেখানে একজনের মৃত্যু হয়। এরপরই এই ঘটনাকে বিজেপির ভোট রাজনীতি বলে উল্লেখ করে বিতর্ক তৈরি করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)। যদিও বিরোধীদের তরফ থেকে এই ঘটনায় বিজেপির প্রশাসনিক ব্যর্থতার দাবি করা হয়েছে।

জলন্ধরে নির্বাচনী জনসভা থেকে চান্নি দাবি করেন, “এগুলো সবই লোক দেখানো (stunt), সন্ত্রাসবাদী হামলা নয়। এর পিছনে কোনও সত্যতা নেই। বিজেপি মানুষের জীবন নিয়ে খেলা করছে।” তিনি এখানেই থেমে থাকেননি। লোকসভা নির্বাচনের মধ্যে এই হামলার ঘটনা নিয়ে অন্য প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, “এই হামলাগুলো বাস্তবে হচ্ছে না, এগুলো বিজেপিকে রাজনৈতিক ফায়দা দেওয়া দেওয়ার জন্য তৈরি। যখনই নির্বাচন হয় এই ধরনের লোক দেখানো ঘটনা ঘটানো হয় যেমন আগেও হয়েছে।”

তবে শনিবারের ঘটনায় বিজেপির প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) দাবি করেছিলেন পুঞ্চ এলাকা ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত শান্ত ছিল। কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটেনি। সেখানেই তিনি প্রশ্ন তোলেন বিজেপির সময়ে বারবার কেন অশান্ত হচ্ছে কাশ্মীর। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কাশ্মীরে অন্তত ২৫ জন ভারতীয় জওয়ানের প্রাণহানি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version