Tuesday, November 4, 2025

ফুলবাগান KMC কোয়ার্টারে দিদির বাড়িতে এসে খু.ন ভাই ! এলাকায় ব্যাপক চা.ঞ্চল্য

Date:

ফুলবাগান KMC কোয়ার্টারে এক যুবকের খুনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম নীতীশ রবি দাস (১৮)। জানা গিয়েছে, দিদির বাড়িতে এসেছিলেন নীতিশ, পানীয় জলের বোতল নিয়ে নেওয়াকে কেন্দ্র করেই বিবাদ এবং তার জেরেই খুনের ঘটনা! তদন্তে নেমে ফুলবাগান থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, নীতীশ রবি দাস ও আকাশ হরি নামে দুজনের মধ্যে বিবাদ। ছাদে ঘুমনোর সময়ে নীতীশের বুকে ধারালো ছুরির কোপ আকাশের। এনআরএস হাসপাতালে নিয়ে গেলে নীতীশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আকাশ হরিকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ।

নিহত নীতীশ রাবি দাস বিহারের নওদা জেলার বাসিন্দা। মাত্র ৮ মাস আগে ফুলবাগান থানা এলাকার উপেন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যয় রোডের কেএমসি কোয়াটারে দিদির বাড়িতে এসেছিল নীতিশ। কাঁকুড়গাছি এলাকায় একটি কাজু কিসমিসের দোকানে কাজ করত সে। নীতীশের দিদি, গুড়িয়া রাবি দাস বলেন, কারওর সঙ্গে ওর কোনও শত্রুতা ছিল না। রবিবার রাতে ছাদে শুতে এসেছিল নীতীশ। সঙ্গে পানীয় জলের বোতল ছিল।

অভিযোগ, সেই পানীয় জলের বোতল নিয়ে নেয় আকাশ হারি নামে বছর ৩০-এর এক যুবক। নিজের জলের বোতল চাইতে গেলে কথা কাটাকাটি। এরপরই একটি ধারাল অস্ত্র দিয়ে নীতীশকে কোপায় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নীতীশকে যে সময় মারা হয় বলে অভিযোগ, সেই সময় ছাদে আরও অনেকেই ছিল। কিন্তু কেউই নীতীশকে বাঁচাতে পারেনি।

এলাকার বাসিন্দারা জানান, এই ছাদের উপর সব সময়ই গাঁজা, মদের আসর বসে। মহিলাদের দেখেও কটূক্তি করা হয় বলে অভিযোগ। তাহলে কি গতকাল রাতেও মদ, গাঁজার আসর বসেছিল? শুধু কি পানীয় জলের বোতল নিয়ে নেওয়াকে কেন্দ্র করেই খুন হতে হল যুবককে? নাকি প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হল যুবককে? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে ফুলবাগান থানার পুলিশ।

আরও পড়ুন- “টুম্পা সোনার” পর “চল ফোট”, ভোট প্রচারে রোদ্দুর রায় কালচার আমদানি সিপিএমের!

 

Related articles

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...
Exit mobile version