Monday, May 5, 2025

নিয়োগ নিয়ে ‘বিজেপির নিয়ন্ত্রণ’ প্রকাশ্যে আনতেই বিতর্কে রাহুল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষাবিদদের

Date:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi)। লোকসভা ভোটের (Loksabha Election) সময়ও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন সোনিয়া তনয়। এবার উপাচার্য (Vice Principal) নিয়োগের প্রক্রিয়া নিয়ে কংগ্রেস নেতার বিরুদ্ধে সুর চড়ালেন দেশের তাবড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শিক্ষাবিদরা। পাশাপাশি রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও দাবি জানিয়েছেন তাঁরা।

কয়েক মাস আগে, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এখন মেধার ভিত্তিতে উপাচার্য নিয়োগ হচ্ছে না। নির্দিষ্ট সংস্থার সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই উপাচার্যদের নিয়োগ করা হচ্ছে। সমস্ত উপাচার্যই একই প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানগুলি বিজেপির নিয়ন্ত্রণে। আর রাহুলের সেই মন্তব্যের বিরোধিতা করে খোলা চিঠি লিখেছেন কমপক্ষে দেশের ২০০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানে রাহুল গান্ধীর উপাচার্য নিয়োগের তীব্র নিন্দা করা হয়েছে। সঙ্গীত নাটক আকাদেমি, সাহিত্য আকাদেমি, এনসিআইআরটি, ন্যাশনাল বুক ট্রাস্ট, এআইসিটিই, ইউজিসি ইত্যাদির প্রধানরাও এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

তবে শিক্ষাবিদরা জানিয়েছেন, মেধার ভিত্তিতেই স্বচ্ছভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে। ভাইস চ্যান্সেলররা তাদের কজে প্রতিষ্ঠানের মর্যাদা ও নৈতিকতার বিশেষ যত্ন নেন। রাহুল গান্ধীর মন্তব্য একেবারেই সঠিক নয়।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version