Sunday, August 24, 2025

ফের যোগীর দাদাগিরি! আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে তাণ্ডব, ভাঙচুর গাড়িতেও 

Date:

ভোটের আগে ফের বিজেপির (BJP) অশান্তিতে উত্তপ্ত যোগীরাজ্য (Yogi State)। রবিবার মধ্যরাতে রীতিমতো তাণ্ডব চলে কংগ্রেসের পার্টি অফিসে। ভাঙচুর করা হয় গাড়িও। সূত্রের খবর, উত্তর প্রদেশের আমেঠিতে (Amethi) কংগ্রেসের(Congress )পার্টি অফিসের (Party Office) বাইরে একাধিক গাড়ি পার্ক করা ছিল। রবিবার মধ্য রাতে একদল দুষ্কৃতী এসে সেই গাড়ি ভাঙচুর করে। অফিসের ভিতরে তখন উপস্থিত ছিলেন কয়েকজন কংগ্রেস কর্মী। তাঁরা ভাঙচুরের শব্দ শুনে বাইরে ছুটে আসেন। এরপরই কংগ্রেস কর্মীদের দেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

তবে পার্টি অফিসে হামলার ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্টে কংগ্ৰেস জানিয়েছে, হারের এতটাই ভয় মে স্মৃতি ইরানি ও বিজেপি এই হামলা করেছে। বিজেপির দুষ্কৃতীরা লাঠি-রড নিয়ে আমেঠিতে কংগ্রেস অফিসে হামলা করেছে। পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর করেছে। ঘটনায় কংগ্রেস কর্মী ও একাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি যোগী পুলিশের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

যদিও হামলার পরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস। তবে হামলার পরই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। এরপর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ওঠে। গৌরীগঞ্জ থানায় অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তের পাশাপাশি প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে বলে খবর।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version