Saturday, July 5, 2025

ফের যোগীর দাদাগিরি! আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে তাণ্ডব, ভাঙচুর গাড়িতেও 

Date:

ভোটের আগে ফের বিজেপির (BJP) অশান্তিতে উত্তপ্ত যোগীরাজ্য (Yogi State)। রবিবার মধ্যরাতে রীতিমতো তাণ্ডব চলে কংগ্রেসের পার্টি অফিসে। ভাঙচুর করা হয় গাড়িও। সূত্রের খবর, উত্তর প্রদেশের আমেঠিতে (Amethi) কংগ্রেসের(Congress )পার্টি অফিসের (Party Office) বাইরে একাধিক গাড়ি পার্ক করা ছিল। রবিবার মধ্য রাতে একদল দুষ্কৃতী এসে সেই গাড়ি ভাঙচুর করে। অফিসের ভিতরে তখন উপস্থিত ছিলেন কয়েকজন কংগ্রেস কর্মী। তাঁরা ভাঙচুরের শব্দ শুনে বাইরে ছুটে আসেন। এরপরই কংগ্রেস কর্মীদের দেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

তবে পার্টি অফিসে হামলার ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্টে কংগ্ৰেস জানিয়েছে, হারের এতটাই ভয় মে স্মৃতি ইরানি ও বিজেপি এই হামলা করেছে। বিজেপির দুষ্কৃতীরা লাঠি-রড নিয়ে আমেঠিতে কংগ্রেস অফিসে হামলা করেছে। পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর করেছে। ঘটনায় কংগ্রেস কর্মী ও একাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি যোগী পুলিশের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

যদিও হামলার পরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস। তবে হামলার পরই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। এরপর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ওঠে। গৌরীগঞ্জ থানায় অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তের পাশাপাশি প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে বলে খবর।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version