আজ সুপ্রিম আদালতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারণ!

সোম থেকে পিছিয়ে মঙ্গল। আজ লোকসভা নির্বাচনের (Loksabha Election) তৃতীয় দফার খবরের আপডেটের মাঝেও বাংলার মানুষের নজরে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষাকর্মীর পরিবারের ভাগ্যের অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের শুনানির (SSC Case in Supreme Court) উপর।এদিন কোর্ট খোলার পরই মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ (CJI D Y Chandrachur)। মামলার সঙ্গে সঙ্গতিপূর্ণ যে ফাইল তলব করেছিল সুপ্রিম কোর্ট (SC), সব নিয়ে হাজির হওয়া নির্দেশ দেওয়া হয়েছে সব পক্ষকে।

গত ২৯ এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতায় রাজ্যের করা মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানেই প্রধান বিচারপতি একদিকে নির্দেশ দেন এই মামলার সঙ্গে যুক্ত অন্যান্য মামলাগুলি ও তার ক্রম অনুসারে নথি পেশের। সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে (SSC) পেশ করতে বলা হয়, ওএমআর সিট (OMR sheet) নষ্ট হয়ে যাওয়ার পরেও কীভাবে তাঁরা চাকরি বাতিল হয়ে যাওয়া শিক্ষক, শিক্ষিক ও শিক্ষাকর্মী সহ ২৫ হাজার ৭৫৩ জনের মধ্যে যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের নির্বাচন করবেন, সেই সংক্রান্ত নথি। ৬ মে কমিশন (SSC), সিবিআই (CBI), রাজ্য (Government of West Bengal) মিলিয়ে সব পক্ষকেই নথি নিয়ে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। মঙ্গলবার ফের শুনানিতে সেই সব নথি সময়ের ক্রম অনুসারে সাজিয়ে তার ক্রম সর্বোচ্চ আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। এসএসসি-র দাবি, এর মধ্যে অযোগ্য প্রার্থী তালিকা পাঁচ হাজারের কিছু বেশি। এই পরিস্থিতিতে দিয়েই যোগ্য অযোগ্যদের পার্থক্য বোঝাতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে তালিকা পেশ করবে।

 

Previous articleলোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে আজ শাহ, শিবরাজ, মনসুখদের ভাগ্য পরীক্ষা
Next articleআজ রাজ্যের ৩ আসনে প্রচার মমতার