Thursday, December 18, 2025

আর্থিক চাপে জেরবার দেশ! ফের ভারতীয়দের কাছে কাতর আর্জি মালদ্বীপের

Date:

Share post:

মালদ্বীপ (Maldives) নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অপমানজনক মন্তব্য করে ভারতের সঙ্গে রীতিমতো দূরত্ব বাড়িয়েছে মালদ্বীপের ৩ মন্ত্রী। আর তারপর থেকেই মালদ্বীপ প্রশাসনের উপর বেজায় চটেছে ভারত। এমনকি ইতিমধ্যে মালদ্বীপ বয়কটের (Maldives Boycott) রাস্তায় হাঁটতে শুরু করেছেন ভারতীয়রা। এমন আবহে ফের ভারতীয়দের মালদ্বীপে যাওয়ার আবেদন জনালেন মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়জল (Ibrahim Faisal)। ভারতীয়দের উদ্দেশে তাঁর বার্তা দয়া করে একবার মালদ্বীপে আসুন।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাগাতার অপমানজনক মন্তব্য করার কারণেই মালদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয়রা। তারপর থেকেই মালদ্বীপে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যা কার্যত তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতেই নয়া আর্জি মালদ্বীপ সরকারের। সোমবার মালদ্বীপ সরকারের তরফে একটি রিপোর্ট পেশ করে জানানো হয়েছে, সে দেশে একলাফে ৪২ শতাংশ কমে গিয়েছে ভারতীয় পর্যটক। রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে, ২০২৩ সালে প্রথম চার মাস অর্থাৎ ৪ মে অবধি মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন ৭৩,৭৮৫ জন ভারতীয়। আর চলতি বছরে ৩১, ১৪৭ জন পর্যটক কমেছে।

অন্যদিকে, গত বছর দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে ভারত ছিল দ্বিতীয় স্থানে। তবে চলতি বছরে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা। আর এমন পরিস্থিতিতেই বিপাকে পড়ে মালদ্বীপের পর্যটন মন্ত্রীর কাতর আবেদন, ভারতীয়রা দয়া করে আমাদের দেশে আসুন। আমাদের পর্যটনের সঙ্গী হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফয়জল বলেন, ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মালদ্বীপের নবনির্বাচিত সরকারও ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভারতীয়রা এলে আমরা সাদরে অভ্যর্থনা জানাব। পর্যটন মন্ত্রী হিসাবেই ভারতীয়দের কাছে আবেদন, দয়া করে মালদ্বীপে আসুন। কারণ আমাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে পর্যটনের উপর। তবে মালদ্বীপের পর্যটন মন্ত্রীর আচমকা এমন ক্ষমাপ্রার্থনার পর ভারতীয়রা এখন কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে।

spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...