কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মবার্ষিকীতে, FTPC ইন্ডিয়া তার পৈতৃক বাড়িতে তার সম্মানে একটি পুরস্কার অনুষ্ঠান “ভারতরত্ন সত্যজিৎ রায় মহা পুরস্কার” এর আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুনমুন সেন এবং রাইমা সেন। চলচ্চিত্র জগতের অনেক স্বনামধন্য শিল্পী যেমন মৌবানি সোরকার, দেবলীনা দত্ত, মমতা শঙ্কর, সৌমিক চ্যাটার্জি প্রমুখ এই পুরস্কারে ভূষিত হয়েছেন।