Tuesday, August 26, 2025

প্রযুক্তিগত ত্রুটির জের! শেষ মুহূর্তে ‘মহাকাশ মিশন’ বাতিল হতেই মনখারাপ সুনীতার

Date:

মঙ্গলবারই তৃতীয়বারের জন্য মহাকাশে (Space) পাড়ি দেওয়ার কথা ছিল। একেবারে সিট বেল্ট (Seat Belt) বেঁধে ‘স্পেস ট্যাক্সির’র (Space Taxi) মধ্যে বসে ছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে কাটল তাল! বাতিল হয়ে গেল আমেরিকান নভশ্চর সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) সফর। এদিন একেবারে শেষ মুহূর্তে মহাকাশ মিশনে যাওয়ার জন্য নির্ধারিত বোয়িং স্টারলাইনারের (Boeing Starline) উৎক্ষেপণের মাত্র কয়েকঘণ্টা আগে প্রযুক্তিগত ত্রুটির (Technical Error) কারণে মঙ্গলবার সুনীতার সফর বাতিল করা হয়। তবে এখনও পর্যন্ত এই মিশন লঞ্চের জন্য কোনও নতুন তারিখ নাসার (NASA) তরফে ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার ফ্লোরিডার কেপ ক্যানভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে সুনীতা উইলিয়ামস একটি নতুন বোয়িং স্টারলাইনার মহাকাশযানে সকাল ৮ টা ০৪ মিনিটে তাঁর নতুন মহাকাশ মিশনে যাত্রা শুরু করতে চেয়েছিলেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় মিশন। তবে নাসার তরফে জানানো হয়েছে, এদিন লিফ্ট-অফের ঠিক ৯০ মিনিট আগে অ্যাটলাস ভি রকেটের উৎক্ষেপণ বন্ধ করে দেওয়া হয়। এদিকে ঘটনার পর নাসা ঘোষণা করে একটি ভালভের গুরুতর সমস্যার কারণেই মিশনটি বন্ধ করা হয়েছে। যদিও এদিন মেরামতির কাজ শুরু হলেও শেষ পর্যন্ত ওই যানের মেরামতি সম্ভব হয়নি। আর সেকারণেই ওড়ার ঘণ্টা দেড়েক আগেই অভিযান স্থগিত করে দিতে বাধ্য হয় নাসা। তার পরই স্পেস ট্যাক্সি থেকে বেরিয়ে আসতে বাধ্য হন সুনীতারা।

তবে মহাকাশ অভিযানে আগেই একের পর এক নজির গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। মঙ্গলবার সকালে ফের মহাকাশ অভিযানের পথে যাওয়ার কথা ছিল সুনীতার। একেবারে নতুন মহাকাশযান বোয়িং স্টারলাইনারে ওড়ার কথা ছিল। এর আগে ২০০৬ এবং ২০১২ সালে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এদিকে সুনীতার উইলিয়ামসের অভিযান বাতিল হতেই ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স এলএলসি অ্যাটলাস-৫ রকেট নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে একেবারে শেষ মুহূর্তে আচমকা তৃতীয় অভিযান বাতিল হওয়ায় মনখারাপ ৫৯ বছর বয়সি সুনীতার।

Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version