Wednesday, May 14, 2025

আপাতত বহাল ২৫৭৫৩ চাকরি, বেতন ফেরতেও সুপ্রিম স্থগিতাদেশ, ১৬ জুলাই চূড়ান্ত রায়

Date:

শীর্ষ আদালতের সংক্ষিপ্ত রায়ে আপাতত বহাল ২৫৭৫৩ চাকরি। ২০১৬ সালের SSC নিয়োগ মামলায় চাকরি বাতিলের কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানির পরে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হয়, তাহলে পুরো প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা।

এদিন দিনভর শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে, এসএসসি যদি যোগ্যঅযোগ্যদের বিভাজন করতেই পারে, তাহলে গোটা প্যানেল বাতিল ন্যায্য নয়। অর্থাৎ বিকাশ ভট্টাচার্যরা যে অন্যায়, অন্যায্যভাবে পুরো প্যানেল বাতিলের দাবি জানাচ্ছিলেন, সেই দাবি এদিন শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ে। আদালত তার পর্যবেক্ষণে বলে, এই নির্দেশ সরকারি কর্মচারীদের বিশাল প্রভাবিত করেছে। পৃথকীকরণ সম্ভব হলে পুরো প্রক্রিয়া বাতিল করা অন্যায় হবে। পৃথকীকরণ কীভাবে হবে, তা স্থির করতে হবে এসএসসিকে। বিরতির পরে প্রধান বিচারপতি জানান, এখনই ২৬ হাজারের চাকরি বাতিল করা না। তবে এটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট।   

একই সঙ্গে টাকা ফেরতের নির্দেশের উপরেও অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে নির্দেশে বলা হয়েছে, অযোগ্যদের মুচলেকা দিতে হবে, যে ভবিষ্যতে যদি প্রমাণিত হয়, তাদের চাকরি অবৈধ, তাহলে সব চাকরি ফেরত দিতে হবে। অর্থাৎ এখন যেমন চাকরি করছিলেন, তেমনই করবেন।

পাশাপাশি, মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ করবে না বলেও শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে। শুনানিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই, থামিয়ে দেন প্রধান বিচারপতি। আদালত সাফ জানান, আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই, এখনে রাজনীতি করবেন না। অর্থাৎ অভিজিতের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পর্যবেক্ষণকেও খোঁচা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘আপাতত স্থগিতাদেশ দিয়েছে। চাকরি বহাল থাকছে। ওদের একটা মুচলেকা দিতে হবে। সিবিআই তদন্ত চালিয়ে যাবে।‘‘ কুণাল ঘোষ বলেন, ‘‘রাজ্য সরকার ও তৃণমূল বার বার যে কথা বলছিল—মানবিকতার কথা, চাকরি না খাওয়ার কথা, সুপ্রিম কোর্টের নির্দেশে তারই ইতিবাচক প্রতিফলন রয়েছে।’’



Related articles

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...
Exit mobile version