বারবার ধর্মকে হাতিয়ার করেই নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে এসেছে বিজেপি। চলতি লোকসভা নির্বাচনে (Loksabha Election) একাধিকবার বিজেপি নেতা, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও উঠেছে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ। এবার প্রধানমন্ত্রী স্পষ্ট করেই ঘোষণা করে দিলেন রাম রাজ্যের (Ram Rajya) সঙ্গে জেহাদের মধ্যে নির্বাচনই প্রতিষ্ঠিত হবে ২০২৪ লোকসভা নির্বাচনে। গোবলয়ে নির্বাচনী প্রচারে যে ধর্মীয় উস্কানিই বিজেপির ভোটব্যাঙ্ক ভরাতে পারবে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খড়গোনের নির্বাচনী প্রচার সভা থেকে মোদি নিজেই তা স্পষ্ট করে দিলেন।
মধ্যপ্রদেশে তিন দফার নির্বাচন প্রক্রিয়া মঙ্গলবার শেষ হয়েছে। আর মাত্র এক দফার নির্বাচন বাকী মধ্যপ্রদেশে। লোকসভা নির্বাচনের আগে যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে লোকসভার সেমিফাইনাল বলে গণ্য করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল মধ্যপ্রদেশ। সেখানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। সেখানেই তৃতীয় দফা নির্বাচনের দিন সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সভা থেকে মোদি নিশানায় রাখেন পাকিস্তানকে। কংগ্রেসকে নিশানা করতে পাকিস্তানের সাহায্য নেওয়া ছাড়া বিকল্প খুঁজে পাননি মোদি। নির্বাচনের আগে দেশাত্মবোধের জিগির তোলা মোদির নিশানায় চীন নয়, পাকিস্তানেরই বিরোধিতা শোনা যায়।
রাজনৈতিকভাবে ২০২৪ লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ, প্রথম থেকেই দাবি করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির একনায়কতন্ত্রকে প্রতিরোধ করার প্রক্রিয়ায় এবার মোদির মুখেও ঐতিহাসিক নির্বাচনের বুলি। মধ্যপ্রদেশের জনসভা থেকে মোদি বলেন, “আজ ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের এটা নির্বাচন করতে হবে যে, ভারতে ভোট জেহাদ (Vote Jihad) চলবে, না রাম রাজ্য চলবে।”