Friday, August 22, 2025

বায়ুসেনার কনভয়ে হামলার পাল্টা! কুলগামে সেনার গুলিতে খতম লস্করের শীর্ষ কম্যান্ডার-সহ ৩

Date:

বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় রীতিমতো অশান্ত উপত্যকা! এবার তারই পাল্টা দিল সেনা। সূত্রের খবর, এবার জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) জঙ্গি দমন অভিযান শুরু ভারতীয় সেনাবাহিনীর (Indian Army)। মঙ্গলবার কুলগামে (Kulgam) সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে এক লস্কর কম্যান্ডার-সহ ৩ জঙ্গিকে খতম করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

এদিকে সেনার তরফে এদিন সাফ জানানো হয়েছে, কুলগামের রেডওয়ানি পায়েন এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে আঁটঘাট বেঁধে অভিযানে নামে যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। প্রকাশ্যে আসা এক ভিডিওতে দেখা যাচ্ছে, এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী। লস্করের ওই শীর্ষ কম্যান্ডারের নাম বাসিত দার। বায়ুসেনার কনভয়ে হামলা চালানোর পাশাপাশি উপত্যকায় একাধিক সন্ত্রাসের ঘটনায় সরাসরি অভিযুক্ত এই জঙ্গি। আর তারপরেই তাদের খোঁজ শুরু করে সেনা। তবে শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে সেনা সূত্রে খবর, সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে শেষ পর্যন্ত ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে উপত্যকায় বেড়েই চলেছে জঙ্গি কার্যকলাপ।

প্রসঙ্গত, দেশের বাকি রাজ্যগুলির পাশাপাশি গণতন্ত্রের উৎসব চলছে জম্মু ও কাশ্মীরে। সেই নির্বাচন বানচাল করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। গত ৪ মে পুঞ্চের সুরানকোট এলাকায় বায়ুসেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় শহিদ হন ১ বায়ুসেনা জওয়ান। আহত হন আরও ৪ জন। ইতিমধ্যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে সেনা কনভয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। সেনার তরফে জঙ্গিদের সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version