Thursday, August 21, 2025

অভিষেকের আবেগে জনপ্লাবনে ভাসল বহরমপুর। বুধবার, বিকেলে দলীয় প্রার্থী প্রাক্তন ক্রিকেটর ইউসুফ পাঠানের (Yushuf Pathan) সমর্থনে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত হুড খোলা ট্যাবলোতে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ভিড়ে করেন স্থানীয় বাসিন্দারা।

টানা তাপপ্রবাহের পরে বৃষ্টি ফলে একটু স্বস্তি দক্ষিণে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ উত্তাপ অব্যাহত। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত রাস্তা তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক ও ইউসুফ। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উদ্বেল হয়ে ওঠে জনতা। জনপ্লাবনে ভেসে ব়্যালি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে শুরু করে দক্ষিণের জেলাগুলিতে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিটি রোড-শোতেই জনপ্লাবন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বহরমপুরকে যতই নিজের ঘাঁটি বলে দাবি করুন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী, এই রোড শো দেখে হাত শিবিরের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলে মত নানা মহলের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version