চার বছর পর খোঁজ মিলল মারাদোনার হারিয়ে যাওয়া সোনার বলের

‘ঈশ্বরের হাত’ এর কথা নিশ্চয়ই মনে আছে। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। যে গোলকে ‘হ্যান্ড অফ গড’ বলা হয়। ওই বিশ্বকাপে মারাদোনা ছিলেন সব কিছুর উর্ধ্বে। ঈশ্বর যেন খোদ নেমে এসেছিলেন তাঁর জন্য। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ফুটবলের রাজপুত্র।বছর চারেক আগে প্রয়াত হয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। মেক্সিকো বিশ্বকাপ গোল্ডেন বল পেয়েছিলেন তিনি। চার বছর পর খোঁজ মিলল মারাদোনার হারিয়ে যাওয়ার সোনার বলের। খুব শিগগিরই নিলামে উঠবে ওই সোনার বল।

দিয়েগো মারাদোনার বর্ণময় জীবন। ১৯৮৬ সালে বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে সোনার বল পেয়েছিলেন ঠিকই, কিন্তু তা হারিয়েও যায় দ্রুত। কী ভাবে হারাল, তা নিয়ে নানা জল্পনা, গুঞ্জন ছিল এতদিন। কিন্তু ১৯৮৯ সালে ব্যাঙ্কে ডাকাতির সময় খোওয়া যায়। তখন মারাদোনা খেলতেন ইতালির ক্লাব নাপোলিতে। আবার এও শোনা গিয়েছে, ওই ট্রফি নাকি সোনায় টুকরো করে ফেলা হয়েছে।সব গুঞ্জনের অবসান ঘটল।
মারাদোনার গোল্ডেন বল খুঁজে পাওয়া গিয়েছে অক্ষত অবস্থাতেই। ২০১৬ সাল থেকে ওই গোল্ডেন বল এক ব্যক্তির সংগ্রহে রয়েছে, এমন জানা গিয়েছে। নামী নিলাম সংস্থা অগাটেস ওই সোনার বল খতিয়ে দেখেছে। ওই বল আসল। জুন মাসে ওই বল নিলামে তোলা হচ্ছে। যার প্রাথমিক দাম রাখা হয়েছে দেড় লক্ষ ইউরো। ভারতীয় টাকায় যা ১ কোটি ৩৫ লক্ষ টাকা। তবে নিলাম সংস্থার আশা, মারাদোনার স্মৃতি জড়িয়ে রয়েছে ওই বলের সঙ্গে। সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাবে।




Previous articleকারও পছন্দ অ্যাস্ট্রোফিজিক্স, কারও স্ট্যাটিস্টিকস! গতানুগতিকতা নাপসন্দ প্রথম ৩ কৃতির
Next articleদুষ্কৃতী তাণ্ডবের জের! ভোটের ডিউটিতে গিয়ে মাথা ফাটল শিলিগুড়ির আইসি-র, জখম মহিলা ASI-ও