ছিঃ! “চোর” স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু! পুলিশকে গালিগালাজ বিরোধী দলনেতার

বাঁকুড়ায় ‘চোর’ স্লোগান শুনে শুধু মেজাজ হারানোই নয়, পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বুধবার, বাঁকুড়ার সারেঙ্গায় বিরোধীদের রাগ পুলিশের উপর উগড়ে দিলেন শুভেন্দু।

এদিন সন্ধেয় নির্বাচনী প্রচারে যাওয়ার সময় বাঁকুড়ার সারেঙ্গায় গিয়ে “চোর, চোর” স্লোগানের শোনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাড়ি থামিয়ে নেমে তেড়ে যান তিনি। কিন্তু প্রকাশ্যে কাউকে দেখা যায়নি। এরপরেই কর্তব্যরত পুলিশ কর্মীকে লক্ষ্য করে গালিগালাজ করেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, “শাসকদল বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি।” সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সেই সময় ওই এলাকায় বাঁকুড়া মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রচার সভা চলছিল। সেখান থেকে তুমুল জোরে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। রাজনৈতিক মহলের মতে, ওই আওয়াজ শুনেই ক্ষেপে যান শুভেন্দু। তিনি বাংলার ভালো কিছুই সহ্য করতে পারছেন না!

আরও পড়ুন- SSC মামলায় ভরাডুবি! সুপ্রিম রায়ে বিপাকে পড়তেই পোর্টাল চালু করে নয়া ‘নাটক’ বিজেপির

 

 

Previous articleSSC মামলায় ভরাডুবি! সুপ্রিম রায়ে বিপাকে পড়তেই পোর্টাল চালু করে নয়া ‘নাটক’ বিজেপির
Next articleচিংড়ি-কাতলা-মৌরলা, প্রচারে বেরিয়ে ট্রেডমার্ক হাসিমুখে ব্যাগভর্তি বাজার করলেন রচনা