Sunday, August 24, 2025

হাসপাতালে ডালহৌসির বিখ্যাত নন্দিনী! সোশ্যাল মিডিয়ায় দিলেন চরম দুঃসংবাদ 

Date:

বৃহস্পতিবার সকাল থেকেই খবরের শিরোনামে নন্দিনী। পুরো নাম নন্দিনী গঙ্গোপাধ্যায় (Nandini Ganguly)। যদিও পদবীটুকু জানেন খুব কম মানুষ। ডালহৌসিতে রাস্তার ধারে হোটেল চালিয়ে রীতিমতো সেলিব্রেটি তিনি। রিলস্ থেকে মিম, লাইভ থেকে এডিট ভিডিও – সবেতেই ইউটিউবারদের পছন্দের তালিকায় তিনি শীর্ষে। এর মধ্যে আবার একটি সিনেমাতে অভিনয়ও করে ফেলেছেন। রয়েছে নিজের ইউটিউব চ্যানেল। জিন্স-টি শার্ট গায়ে, গলায় ব্লু টুথ হেডফোন, ফটাফট ইংরেজি বলা সেই নন্দিনী আজ চরম বিপদে। নিজেই লাইভে এসে দুঃসংবাদ দিলেন।

রাস্তার ধারে দোকান চালিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন নন্দিনী। পরিশ্রমী মেয়েটি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম থেকে তিনি হঠাৎই লাইভে আসেন। ব্যাকগ্রাউন্ডে হাসপাতালের বেড দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা। ফেব্রুয়ারি মাসে নন্দিনী জানিয়েছিলেন, একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয় তাঁর। তাহলে কি আবার সেরকম কিছু ঘটেছে? না এবারে নন্দিনী নন, বরং হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর মা। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকরা এখনও রিলিজের অর্ডার দেননি। মাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আপাতত ব্যবসায় মন দিতে পারছেন না নন্দিনী। সমাজমাধ্যমে সে কথাই সকলকে জানিয়েছেন। নতুন দোকান খোলার কাজ ব্যাহত হয়েছে তাই ক্রেতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও লাইভে জানান তিনি। স্মার্ট দিদির হেঁশেলের চাহিদা অন্য ব্যবসায়ীদের কাছে রীতিমতো হিংসের কারণ হতেই পারে। আপাতত ডালহৌসির পাশাপাশি নন্দিনীর দোকান আছে নিউ টাউন আর ডিএলএফ মোড়ে। ভাত- ডাল – মাছ -মাংসের সঙ্গে এখন মিলছে পোলাও বিরিয়ানিও।

 

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version