Tuesday, August 26, 2025

তিন দফায় শান্তিপূর্ণ ভোট বাংলায়, রাজ্যের প্রশংসায় নির্বাচন কমিশনার!

Date:

লোকসভা নির্বাচনের ( Loksabha Election) তিন দফা ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। ১৯ এপ্রিল ২৬ এপ্রিল এবং ৭ মে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন দফা ভোটের শেষে রিপোর্ট দেখে উচ্ছ্বসিত জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। হিংসাত্মক ঘটনা কিংবা প্রাণহানির মত কোনও খবর মেলেনি। অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়ায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)।

প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয় এবং গত মঙ্গলবার তৃতীয় দফায় ভোট হয়ে গেল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও জঙ্গিপুরে। নির্বাচন এখনও পর্যন্ত রক্তপাতহীন। রিপোর্ট জমা পড়তেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের (Ariz Aftab) উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল কমিশনারের মুখে। এখনও চার দফায় ভোট পর্ব বাকি আছে। বুধবার রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আগামী ১৩ তারিখ কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুরে চতুর্থ দফার ভোট হবে। এরপর ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়ায়। ষষ্ঠ দফায় ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে নির্বাচন। সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ হবে আগামী  ১ জুন। সেদিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে নির্বাচন হবে। বাকি চার দফাতেও যাতে ভোটের দিন বা আগে পরে কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন।

 

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version