Friday, November 14, 2025

ইতিমধ্যে আগামী মরশুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে ধারাবাহিক ব্যর্থতা ঢেকে সাফল্য পাওয়ার লক্ষ্যে আগামী মরশুমের জন্য শক্তিশালী দলগঠনের কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল। দাবি করছেন ক্লাব ও লগ্নিকারী সংস্থার কর্তারা।

বৃহস্পতিবার লগ্নিকারী সংস্থা এবং ক্লাব কর্তারা বৈঠকে বসেছিলেন। লগ্নিকারী সংস্থার তরফে মণীশ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল এবং ক্লাবের তরফে দেবব্রত সরকার, ডাঃ প্রণব দাশগুপ্ত, রূপক সাহা ও সৈকত গঙ্গোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন। ক্লাব ও লগ্নিকারী সংস্থা যৌথভাবেই দলগঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বাজেটও বাড়ছে বলে সূত্রের খবর। সেখানে নতুন মরশুমের দলগঠন নিয়ে আলোচনা হয়। ঠিক হয়েছে, এবার সাত বিদেশি রিক্রুট করা হবে। ইতিমধ্যে হিজাজি মাহের, সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভার চুক্তি নবীকরণ করেছে ক্লাব।

এই নিয়ে বৈঠকের পর এক কর্তা বললেন, ‘‘আমরা অর্ধেকের বেশি দলগঠনের কাজ শেষ করে ফেলেছি। নতুন যে বিদেশি আমরা নিচ্ছি তাদের মধ্যে একজন স্ট্রাইকার, একজন মিডফিল্ডার এবং দু’জন ডিফেন্ডার।’’ পাঞ্জাব এফসি-র ফরাসি উইঙ্গার মাদিয়া তালালকে ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে দল। বাকি আর তিন বিদেশিকে সই করাতে চায় ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ ও পছন্দ মেনেই দলগঠন চলছে বলে জানিয়েছেন কর্তারা।

বৈঠকের পর ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘আর ৪-৫ জন ফুটবলারের সই বাকি আছে। বাজেট নিয়ে কোনও সমস্যা নেই। ভালমানের স্বদেশি ও বিদেশি ফুটবলার আমরা নিচ্ছি। মানের সঙ্গে আমরা কোনও সমঝোতা করব না। কোচ আমাদের যা বলছেন, সেটাই মেনে চলছি। আমরা চাই, ১৫ জুনের মধ্যে দলগঠনের কাজ শেষ করতে।’’

বিদেশে নয়, আগামী মরশুমের জন্য প্রি-সিজন ট্রেনিং দেশেই হতে পারে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা।

আরও পড়ুন- তুঙ্গে রাহুল-গোয়েঙ্কা ঝামেলা, নেতৃত্ব থেকে সরতে পারেন লখনৌ অধিনায়ক : সূত্র

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version