Wednesday, November 5, 2025

জেল থেকেই মনোনয়ন, খালিস্তানপন্থী অমৃতপাল লড়বেন লোকসভায়

Date:

নির্দল প্রার্থী হিসাবে জেল থেকেই মনোনয়ন প্রক্রিয়া সারবেন খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। জেলবন্দিদের মুক্তির ইস্যুতে লোসকভা নির্বাচনে লড়াইয়ের ডাক দিয়েছে পাঞ্জাবের ওয়ারিশ (Waris de Punjab) পাঞ্জাব দে। সেই মতো মনোনয়ন জমার আবেদন করেন অমৃতপাল। জেল থেকেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয় পাঞ্জাব প্রশাসনের পক্ষ থেকে।

গত বছর এপ্রিলে দেশবিরোধী কার্যকলাপের জন্য এনএসএ (NSA) ধারায় অভিযুক্ত হয়ে অসমের ডিব্রুগড় (Dibrugarh) জেলে বন্দি অমৃতপাল। চলতি লোকসভা নির্বাচনে ১ জুন হতে চলা পাঞ্জাবের খাদুর সাহিব (Khadur Sahib) লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন অমৃতপাল। সেই মতো জেল থেকেই দুটি মনোনয়ন জমা দিয়েছেন অমৃতপাল। এবার সেই প্রক্রিয়া শেষ করার জন্য সাতদিনের প্যারোলে (parole) মুক্তির আবেদন জানিয়েছেন তিনি। পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে (Punjab and Haryana High Court) এই আবেদন জানিয়েছেন তিনি।

এই আবেদনের পাল্টা পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয় জেল থেকেই তাঁর মনোনয়নের বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। সোমবারই সরকারের পক্ষ থেকে জেলে গিয়ে মনোনয়নের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আদালতে জানায় প্রশাসন। ফলে আপাতত প্যারোলে মুক্তির সম্ভাবনা নেই খালিস্তানপন্থী অমৃতপালের। সেক্ষেত্রে ডিব্রুগড় জেলের সুপার (superintendent) তাঁর শপথ গ্রহণ সম্পন্ন করাবেন বলে জানানো হয়েছে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version