Thursday, May 15, 2025

উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, জয়ের ব্যবধানেও ১নম্বর হবে DH: মনোনয়ন দিয়ে প্রত্যয়ী অভিষেক

Date:

এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু হ্যাটট্রিকই নয়, জয়ের মার্জিনের নিরিখে ডায়মন্ড হারবারকে এক নম্বর করার বার্তা দিলেন অভিষেক। তাঁর কথায়, “ডায়মন্ড হারবারে যেভাবে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, সেটা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। সেটার শপথ হিসেবেই আজ মনোনয়নপত্র জমা দিলাম।“

শুক্রবার, কালীঘাট থেকে হেঁটে আলিপুরের জেলাশাসক কার্যালয়ে মনোনয়ে জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। হাত নাড়তে নাড়তে আলিপুর ট্রেজ়ারি বিল্ডিংয়ে পৌঁছন অভিষেক। তাঁর সঙ্গে পা মেলান স্থানীয় তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর, সাংবাদিকদেক মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী জানান, “আমি আশা করব, মানুষ যেভাবে আমাদের ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, একইভাবে ভালোবাসা আশীর্বাদ-বর্ষণ করে আমাদের জয়ের ধারা বজায় রাখবেন। ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়াবেন না, যাতে বাংলার মধ্যেও জয়ের মার্জিনের নিরিখে ডায়মন্ড হারবার এক নম্বরে থাকে, সেটা মানুষ যেন নিশ্চিত করেন, সেই আর্জি জানাব। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার এক নম্বর হয়, তাহলে জয়ের মার্জিন এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও সেটা হবে বলে আমি আশাবাদী। কাজ করলে মানুষ কখনও মুখ ফিরিয়ে নেন না।“

সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “ডায়মন্ড হারবারে যেভাবে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, সেটা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। সেটার শপথ হিসেবেই আজ মনোনয়নপত্র জমা দিলাম।“ তাঁর মতে, “বাংলা-বিরোধীদের বিসর্জন স্রেফ সময়ের অপেক্ষা।“







Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version