Sunday, November 16, 2025

উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, জয়ের ব্যবধানেও ১নম্বর হবে DH: মনোনয়ন দিয়ে প্রত্যয়ী অভিষেক

Date:

এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু হ্যাটট্রিকই নয়, জয়ের মার্জিনের নিরিখে ডায়মন্ড হারবারকে এক নম্বর করার বার্তা দিলেন অভিষেক। তাঁর কথায়, “ডায়মন্ড হারবারে যেভাবে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, সেটা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। সেটার শপথ হিসেবেই আজ মনোনয়নপত্র জমা দিলাম।“

শুক্রবার, কালীঘাট থেকে হেঁটে আলিপুরের জেলাশাসক কার্যালয়ে মনোনয়ে জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। হাত নাড়তে নাড়তে আলিপুর ট্রেজ়ারি বিল্ডিংয়ে পৌঁছন অভিষেক। তাঁর সঙ্গে পা মেলান স্থানীয় তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর, সাংবাদিকদেক মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী জানান, “আমি আশা করব, মানুষ যেভাবে আমাদের ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, একইভাবে ভালোবাসা আশীর্বাদ-বর্ষণ করে আমাদের জয়ের ধারা বজায় রাখবেন। ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়াবেন না, যাতে বাংলার মধ্যেও জয়ের মার্জিনের নিরিখে ডায়মন্ড হারবার এক নম্বরে থাকে, সেটা মানুষ যেন নিশ্চিত করেন, সেই আর্জি জানাব। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার এক নম্বর হয়, তাহলে জয়ের মার্জিন এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও সেটা হবে বলে আমি আশাবাদী। কাজ করলে মানুষ কখনও মুখ ফিরিয়ে নেন না।“

সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “ডায়মন্ড হারবারে যেভাবে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, সেটা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। সেটার শপথ হিসেবেই আজ মনোনয়নপত্র জমা দিলাম।“ তাঁর মতে, “বাংলা-বিরোধীদের বিসর্জন স্রেফ সময়ের অপেক্ষা।“







Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version