Sunday, May 4, 2025

সন্দেশখালি ইস্যুতে বিজেপির আসল চেহারা সামনে আসতেই বিজেপির জঘন্য রাজনীতি নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের মহিলাদের বদনাম করতে বিজেপি টাকা ছড়িয়ে যে কলঙ্ক রাজ্যের নামে গোটা দেশে ছড়িয়েছে সেই ‘ইকোসিস্টেমে’রই শরিক ছিল জাতীয় কমিশনগুলি, তৃণমূলের তরফ থেকে এই অভিযোগও তোলা হয়। তার মধ্যে জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) নামে তৃণমূল পদক্ষেপ নিতে চলেছে শুনেই এবার নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ জাতীয় মহিলা কমিশন। জোর করে ‘অভিযোগ প্রত্যাহারের’ অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানালো এনসিডব্লু (NCW)।

সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও সামনে এসেছে। স্থানীয় মহিলারা বিজেপির চাপে জোর করে ভুয়ো অভিযোগ দায়ের করার দাবিও করেছেন। অনেকে বিজেপি প্রভাবিত অভিযোগ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন প্রকাশ্যে। এরপরই তৃণমূলরে পক্ষ থেকে তুলে ধরা হয় কীভাবে সন্দেশখালিকে একটা ইস্যু হিসাবে তুলে ধরার জন্য বিজেপির নেতারা স্থানীয় মহিলাদের ব্যবহার করে জাতীয় মহিলা কমিশন ও জাতীয় নারী সুরক্ষা কমিশনকে কাজে লাগিয়েছিল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) জানান বিজেপির নেতাদের পাশাপাশি জাতীয় কমিশনের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসকদল।

এরপরই তড়িঘড়ি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে এনসিডব্লু। সন্দেশখালির মহিলাদের ভয় দেখিয়ে মামলা প্রত্যাহার করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয় চেয়ারপার্সন রেখা শর্মার লেখা চিঠিতে। এতদিন পর্যন্ত রাজ্যে সূঁচ পড়লে ছুটে আসতেন যে কমিশনের নেত্রীরা, তারা এখন সত্য প্রকাশিত হওয়ার পর আর সন্দেশখালি যাওয়ার সাহস দেখাচ্ছেন না। মহিলারা যদি সত্যিই বিপদে থাকেন তবে তাঁদের পাশে দাঁড়ানোর যে কর্তব্য জাতীয় কমিশনের ছিল, তা থেকে সরে এসে এখন তাঁরা নিজেরাই নির্বাচন কমিশনের আশ্রয় নিচ্ছেন।

Related articles

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...
Exit mobile version