Saturday, August 23, 2025

দেনায় ডুবে সায়নী, কোটি টাকার সম্পত্তি হোলটাইমার সৃজনের! যাদবপুরের দুই প্রার্থীর সম্পত্তি কত?

Date:

যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। কিছুদিন আগে মা প্রয়াত হয়েছেন। বাবার সঙ্গেই এক বাড়িতে থাকেন। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সেখানেই হলফনামা দিয়ে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির উল্লেখ করেছেন তৃণমূল প্রার্থী।

সায়নী ঘোষের হাতে নগদ ৩৪ হাজার ৫০০ টাকা, তাঁর নিজের নামে একটি গাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট আছে। তাঁর মোট ৮টি অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে ৪টি সেভিংস ও ৪টি কারেন্ট। এবং কয়েকটি অ্যাকাউন্ট তাঁর মায়ের সঙ্গে যৌথভাবে রয়েছে। জীবনবিমাও করা আছে তাঁর। চলতি আর্থিক বছরে তাঁর আয় ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ টাকা। তাঁর মোট অ্যাকাউন্টে জমানো টাকায় পরিমাণ ৯ লক্ষ ৯৩ হাজার ৩০৩। সায়নীর সেই অর্থে কোনও সোনার গয়না নেই। মাত্র ৮ গ্রাম সোনা রয়েছে তাঁর। তবে ধার-দেনায় ডুবে রয়েছেন সায়নী। প্রায় ৬০ লাখ টাকা লোন রয়েছে যাদবপুরের তৃণমূল প্রার্থীর।

অন্যদিকে, মনোনয়নে নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন যাদবপুরের সিপিএম প্রার্থী তথা পার্টির হোলটাইমার সৃজন ভট্টাচার্য। হোলটাইমার হলেও বামেদের এই তরুণ প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তি নেহাত কম নয়। সর্বহারা সিপিএমের সৃজনকে “কোটিপতি” প্রার্থী বললে ভুল হবে না।

মনোনয়ন পেশের সময় সৃজনের হাতে নগদ ছিল ২৫০০ টাকা। তাঁর এসবিআই যাদবপুরের ব্রাঞ্চে রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। বালিগঞ্জের এসবিআই-তে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের কসবা শাখায় রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা। একাধিক জায়গায় বিনিয়োগ রয়েছে সৃজনের। ব্যাঙ্ক ও বিনিয়োগ মিলিয়ে সৃজনের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা। বামেদের এই হোলটাইমার নেতার নিজের কোনও গাড়ি নেই, সোনা নেই, কোনও দেনাও নেই।

দুটি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। একটি ফ্ল্যাট, যেটি রয়েছে দক্ষিণ কলকাতার কসবায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। শান্তিনিকেতনে আরও একটি বাড়ি রয়েছে, যার বাজারমূল্য ২৬ লক্ষ টাকা। এদিকে সৃজনের স্ত্রীর হাতে নগদ রয়েছে ৬ হাজার টাকা। এসবিআই চৌরঙ্গী ব্রাঞ্চে রয়েছে ৫৬ হাজার ৮৪৬ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বর্ধমান শাখায় রয়েছে ১৭ হাজার ৪০৫ টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩২৬৩৫। সবমিলিয়ে সৃজনের স্ত্রীর মোট সম্পত্তি ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা।




 

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version