Friday, November 14, 2025

শাহের সঙ্গে জয়দেব খানের ছবি! কয়লা মাফিয়াদের শক্তি জোগাচ্ছে বিজেপি? খোঁচা তৃণমূলের

Date:

রাজ্যে চতুর্থ দফা ভোটের আগে একের পর এক ভিডিও এবং ছবি ফাঁস হওয়ায় চরম বিপাকে বিজেপি। সন্দেশখালি সাজানো ঘটনার স্ট্রিং অপারেশন আগেই প্রকাশ্যে এসেছে। গোদের উপর বিষ ফোঁড়ার মতো রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে শোরগোল রাজ্য রাজনীতিতে। এবার আরও ভয়ঙ্কর ছবি। খোদ কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একফ্রেমে কয়লা মাফিয়া। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

এ বার কয়লা পাচার নিয়ে পাল্টা বিজেপিকেই নিশানা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এত দিন কয়লা পাচার নিয়ে বারংবার বিজেপির নিন্দার মুখে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরকে৷ এ বার সেই কয়লা পাচার নিয়ে বিজেপিকেই তীব্র আক্রমণ করল তৃণমূল৷ অমিত শাহের সঙ্গে সেই কয়লা মাফিয়ার ছবি পোস্ট করে আক্রমণ শানালো তৃণমূল৷

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে তৃণমূল। সঙ্গে একটি চিঠি। যেখানে দেখানো হয়েছে, গত ১০ মে অন্ডাল এয়ারপোর্ট মারফত এসেছিলেন অমিত শাহ৷ সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোন নেতারা অমিত শাহের সঙ্গে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন৷ সেই তালিকায় থাকা কয়লা মাফিয়া জয়দেব খানের নাম জ্বল জ্বল করছে। মোট ১৬ জন বিমানবন্দরে উপস্থিত ছিলেন৷ সেই তালিকায় ছিলেন জয়দেব খান৷

তৃণমূলের তরফ সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী শশী পাঁজা ও মুখপাত্র অরূপ চক্রবর্তী। তাঁদের অভিযোগ, ভোট প্রচারে এসে কোল মাফিয়াদের ইমিউনিটি দেওয়া হচ্ছে। অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে জয়দেব খান ছিলেন। বিজেপি প্রজ্জ্বল রোভান্নাদের ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দেয়, রাজ্যপালদের ৩৬১-র ইমিউনিটি দেয় আর কয়লা মাফিয়াদের সরাসরি বিজেপি ইমিউনিটি দেয়।

এ দিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করে বলেন, “বিজেপির ওয়াশিং মেশিন তাদের জন্যেও। যারা অপরাধী তাদের জন্যেও। ফুল মালা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে অন্ডালে অমিত শাহকে কারা কারা উপস্থিত ছিলেন। জয়দেব খান উপস্থিত ছিলেন। ফুল দিলেন স্বরাষ্ট্র মন্ত্রীকে। সঙ্গে ছিলেন লক্ষ্মণ ঘোড়ুই। জয়দেব খান কে? দিলীপ ঘোষ-তো রোজ বড় বড় কথা বলেন। দিলীপ ঘোষ ২০২১ সালে এদের সমাজকর্মী বলে দলে নিয়েছিল। দিলীপ ঘোষের হাত ধরে এরা আশ্রয় নিয়েছিলেন। এরা হলেন প্রতিষ্ঠিত কোল ব্যবসায়ী। এর মধ্যে রাজু ঝা প্রয়াত হয়েছেন। এদেরকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা হয়েছিল। আন্তরিক পরিচয় ছিল এদের।”

তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি গত চার বছর ধরে কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি ইত্যাদি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল। আদপে এরাই কয়লা চুরির চক্রের মাথা। কয়লা কেলেঙ্কারির কিং পিন হলেন প্রয়াত রাজু ঝা ও জয়দেব খাঁ। বিজেপি সব বিষয়ে সরব হলেও, রাজু ঝার মৃত্যু নিয়ে তাঁরা নীরব। কারণ রাজু ঝার হোটেলে বিজেপির তাবড় নেতারা মিটিং করতেন। দুর্গাপুরে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল রাজু, জয়দেবদের, যা নিয়ে ফের শোরগোল পড়েছিল। প্রহ্লাদ যোশী সরকারি আতিথিয়তায় না থেকে কয়লা মাফিয়া রাজু ঝার গেস্ট হাইউসে ছিলেন।

তৃণমূলের স্পষ্ট অভিযোগ, বিজেপি তাঁদের নেতা হিসেবে জয়দেব খাঁর নাম ঘোষণা করেছে। কয়লা সিআইএসএফের অধীনে, তাদের মাথার উপরে আছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যে কয়লা পাচারকারী অমিত শাহকে ফুল দিচ্ছেন, তাঁকে কোনও সিআইএসএফের অফিসারের সাহস হবে আটকানোর? কয়লা পাচারে সরাসরি মদত দিচ্ছেন অমিত শাহ ও বিজেপি।

 

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version