Tuesday, December 16, 2025

নিঃশর্ত নাগরিকত্ব মোদির ভাঁওতা, বাগদায় মুখোশ খুলে দিলেন অভিষেক

Date:

কখনও নরেন্দ্র মোদি, কখনও অমিত শাহ বাংলার মানুষকে মিথ্যা ভাসন দিচ্ছেন তৃণমূলের সিএএ (CAA) নীতি নিয়ে। কিন্তু বাংলার মানুষের সঙ্গে নাগরিকত্ব ইস্যুতে বাস্তবে কারা ভাঁওতাবাজি করছে তা প্রমাণ সহ তুলে ধরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাগদার সভা থেকে ২০১৯-এর নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতিশ্রুতি মনে করিয়ে বিজেপির সিএএ নিয়ে ভাঁওতাবাজির মুখোশ খুলে দিলেন অভিষেক।

বনগাঁ (Bangaon) কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে রবিবার বাগদায় (Bagda) জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপির মুখোশ খুলে তিনি দাবি করেন, “২০১৯ সালে প্রধানমন্ত্রী এসে বনগাঁতে সভা করে বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেব। আর ভাঁওতা দিয়ে পাঁচ বছর পর খালি ফর্ম ছেড়ে দিয়েছে।” বিজেপির নেতারা বারবার তৃণমূলের নামে সিএএ নিয়ে অভিযোগের আঙুল তুললেও এটা যে নির্বাচনের আগে বিজেপির রাজনীতি সেকথা প্রমাণ করে দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “পাঁচবছর হয়ে গেছে, বিজেপি আপনাদের সঙ্গে ভাঁওতা ছাড়া আর কিছু করেনি। এরা বলেছিল তৃণমূল বলেছিল আপনারা নাগরিকত্ব পান। ১১ মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পাঁচদিন আগে এরা নাগরিকত্ব দেব বলে ফর্ম নিয়ে এসেছিল। আজ দুমাস কেটে গেল। দু মাসে তৃণমূল কাউকে ফর্ম ফিলাপ করার জন্য আটকায়নি। কিন্তু বিজেপির কোনও বুথে কোনও নেতা নাগরিকত্বের ফর্মের জন্য আবেদন করেননি।”

তৃণমূল সিএএ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন করে এসেছে যারা দেশের নাগরিক রয়েছেন, তাঁদের নতুন করে নাগরিকত্বের কোনও প্রয়োজন রয়েছে কি না। কিন্তু বিজেপি যে মতুয়াদের নাগরিক বলেই মনে করে না, তাও প্রমাণ করে দেন অভিষেক। তিনি বলেন, “দুদিন আগে কৃষ্ণগঞ্জে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছে মতুয়ারা সবাই শরণার্থী (refugee)। আমরা বলছি মতুয়ারা সবাই নাগরিক (citizen)।”

মতুয়াদের নিয়ে যে রাজনীতি ও প্রতারণা বিজেপি করেছে তার প্রতিফলন পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে বলেও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মতুয়াদের ভাঁওতা দিয়ে যে শান্তনু ঠাকুরের সাংসদ পদ রক্ষা করা সম্ভব হবে না, সে বিষয়ে সতর্কও করেন তিনি। পুরোনো কথা স্মরণ করে তিনি বলেন, “নবজোয়ারের সময় আমি এসেছিলাম, মন্দিরে পুজো দিতে গিয়েছি। বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে। সেদিন গাইঘাটা থেকে বলেছিলাম মানুষ এর জবাব দেবে। পঞ্চায়েতে এই শান্তনু ঠাকুর (Santanu Thakur) নিজের বুথে হেরেছে, শুধু গ্রাম পঞ্চায়েতে নয়।” এরপরেই লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে শান্তনু ঠাকুরকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে, এখনও সাতদিন সময় আছে। শান্তন ঠাকুরকে বলব আপনি হারছেন। মানুষকে যেভাবে আপনি ভাঁওতা দিয়েছেন, আপনার প্রাক্তন সাংসদের লেটার প্যাডটা আজকের সভার পর ছাপিয়ে রাখুন। আপনি আর সাংসদ থাকছেন না।”

বনগাঁ বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দুলক্ষের বেশি ব্যবধানে জিতবেন বলে দাবি করেন অভিষেক। তিনি জিতে গেলে বাগদার বিধায়ক পদে প্রার্থী খোঁজার জন্য জুলাই মাসের শেষে ফের বাগদায় যাওয়ার ঘোষণা করেন অভিষেক। নবজোয়ারের পথেই হবে প্রার্থী নির্বাচন। গোপণ ব্যালটে ৫০ হাজার ভোটের মাধ্যমে মানুষ যাকে চাইবে তাঁকেই প্রার্থী করার প্রতিশ্রুতি দেন তিনি।

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...
Exit mobile version