Sunday, January 18, 2026

একশো দিনের কাজ, আবাসের পর কেরোসিন! কমল কেন্দ্রের বরাদ্দ

Date:

Share post:

রাজ্যের প্রতি কেন্দ্রে বঞ্চনার যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে এবার তাতে নতুন নাম যোগ হল রেশনে বরাদ্দ কেরোসিন। পরিস্থিতি কেন্দ্রের তরফ থেকে এতটাই কঠিন করে দেওয়া হল যে এবার সাধারণ মানুষকে জ্বালানির জন্য কাঠকয়লায় ফিরে যেতে হবে বলে রেশন ডিলারদের একাংশের মত। সুচতুর কৌশলে চাহিদা কমের দাবি তৈরি করে এবার এক ধাপে রাজ্যে রেশনের কেরোসিনের বরাদ্দ অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়া হল কেন্দ্রের তরফে।

কেন্দ্রের কেরোসিনের বরাদ্দ নিয়ে রাজ্যের সঙ্গে বিরোধ এতটাই চরমে পৌঁছায় যে হাইকোর্টে মামলাও দায়ের হয়। আদালত নির্দেশ দেয় রাজ্যের প্রয়োজন অনুযায়ী কেন্দ্রের কাছে রাজ্য খাদ্য দফতরের পক্ষ থেকে চাহিদা জানানো হবে। সেই অনুযায়ী পর্যালোচনা করে বরাদ্দ স্থির করবে কেন্দ্র। সেই অনুযায়ী এপ্রিল মাসে রাজ্যের জন্য ৫৮ হাজার কিলোলিটার কেরোসিন। সেই পরিমাণ মে ও জুন দুই মাসের জন্য গিয়ে দাঁড়ায় ৩৯ হাজার ২১২ কিলোলিটার। অর্থাৎ প্রতিমাসে বরাদ্দ হচ্ছে ২০ হাজার কিলোলিটারেরও কম। অর্থাৎ মে মাসে প্রায় ৬০ হাজার কিলোলিটারের বদলে রাজ্য পাবে প্রায় ২০ হাজার কিলোলিটার।

রাজ্যের তরফ থেকে চাহিদা কমানো না হলেও নিজেদের ইচ্ছামতোই কেরোসিন বরাদ্দ করেছে কেন্দ্র। একনায়কতন্ত্রের জমানায় কেন্দ্র সরকার বাংলাকে বিজেপির বিরোধিতা করার একাধিক বঞ্চনার সম্মুখিন করেছে। বাংলার রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে যেখানে কেন্দ্রের কাছে কেরোসিনের দাম কমানোর আবেদন করা হয়েছিল, সেখানে প্রত্যুত্তরে বরাদ্দ কমানোর পুরস্কার দেওয়া হল। অন্যদিকে প্রতি মাসে এত দেরিতে কেন্দ্রের কেরোসিন এসে পৌঁছায় যে বরাদ্দ কেরোসিনের পুরো তেল বিতরণ করাই সম্ভব হয়নি ডিলারদের পক্ষে। সেই কারণে চাহিদা কম হিসাবে দেখাতে পেরেছে কেন্দ্র। সেই সুযোগকেই হাতিয়ার করে এবার বরাদ্দ কমানো হল বলে দাবি ডিলার সংগঠনের।

spot_img

Related articles

বৈভবের ক্যাচ ফেরাল সূর্যকুমারের স্মৃতি, নেট দুনিয়ায় ভাইরাল কিশোরের কীর্তি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে...

SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের

ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহের থেকেও যেন এসআইআর প্রক্রিয়ার (SIR hearing Process) শুনানি পর্বে অনেক বেশি মানসিক চাপের মধ্যে...

প্রথমবার লাইভে একসঙ্গে ‘দেশু’! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা রাজ-পত্নীর 

'ধূমকেতু' সিনেমার মাধ্যমে দশ বছর পর বাংলা সিনেমার অন্যতম প্রিয়জুটির অন স্ক্রিন কামব্যাক দেখেছে সিনে প্রেমীরা। প্রমোশনের প্রয়োজনে...

সামান্য কমল তাপমাত্রা, কুয়াশার দাপট চলবে রাজ্যে

ছুটির সকালের শহরের সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ সামান্য নিম্নমুখী। উত্তুরে হাওয়া না থাকায় কনকনে অনুভূতি কম। তবে ভোরের দিকে...