প্রখর বৈশাখের তীব্র দহনের মধ্যে কদিন প্রকৃতির কৃপায় শান্তির বারিধারা। আর সেই পরিবেশে সোমবার বিকেল প্রকাশিত হবে ‘আবার বিজল্প’। আয়োজনে ‘বিজল্প’। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু (Bratya Basu), সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়(Pratul Mukhopadhyay), অমর মিত্র, সৈকত মিত্র (Saikat Mitra), সুপ্রিয় চৌধুরী, নাজমুল হক-সহ বিশিষ্টরা।

কবি প্রসূন ভৌমিকের তিনটি কবিতার গীতিরূপ- গান, কবিতা, ভাষ্য অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রকাশ হবে। থাকবে তরুণ কবিদের কবিতা পাঠ। কলকাতা প্রেস ক্লাবে(Press Club) সোমবার বিকেল চারটে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
