Sunday, May 4, 2025

আজও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! সোমবার থেকে ‘হাওয়া বদলের’ ইঙ্গিত আলিপুরের

Date:

তীব্র দাবদাহ কাটিয়ে এখন লাগাতার বর্ষণ চলছে শহর কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গত সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি (Rain) হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে অনেকটাই কমেছে তাপমাত্রার (Temperature) পারদ। আজ রবিবারও স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে তাপমাত্রা। তবে এদিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ অংশেই হলুদ সতর্কতা থাকছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতেও থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে সেখানে ঝোড়ো হাওয়ার গতি কম থাকবে। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।

রবিবার আলিপুর জানিয়েছে, সোমবার ১৩ মে থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কিছু কিছু স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগেই বইবে ঝোড়ো হাওয়া। সেই জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে, সেখানেও রয়েছে ঝড়বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। উত্তরবঙ্গে বজ্রপাতের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোনও কোনও জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কিছু কিছু স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে। সেই জন্য ওই জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা।

এদিকে লাগাতার বৃষ্টির জেরে বেশকিছুটা কমেছে তাপমাত্রাও। আলিপুর আহাওয়া দফতর জানাচ্ছে আজ শহর কলকাতার আকাশ মূলক মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিন শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। তবে রবিবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পেলেও এ বার ভারী বৃষ্টির হাত থেকে রেহাই নেই। দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। শুধু তাই-ই নয়, কিছু রাজ্যে আবার ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version