Monday, August 11, 2025

সন্দেশখালিতে ভুয়ো ধর্ষণের অভিযোগে বিজেপিকে মদত, রেখার বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ক্রমাগত মিথ্যাচার করেছে বিজেপি (BJP)। বাংলার মহিলাদের সম্মান ২০০০ টাকায় বিক্রি করেছেন সেখানকার বিজেপি নেতারা। ভিডিও ফাঁস করে সত্যি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সন্দেশখালি মহিলারা বলছেন জাতীয় মহিলা কমিশনের (NCW ) চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) ও সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস (Piyali Das) সাদা কাগজে ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করিয়েছিলেন। এবার এই দুজনের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। দলের তরফে রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O Brayen) এই নিয়ে রবিবার চিঠি দিলেন কমিশনে।

ভোট শুরুর আগেই শান্ত সন্দেশখালিকে উত্তপ্ত করার পাশাপাশি মিথ্যে ধর্ষণের অভিযোগ তুলে রাজ্যে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করে ভারতীয় জনতা পার্টির নেতারা। এই সময় দফায় দফায় দিল্লি থেকে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের এবং বিশেষ করে চেয়ার শর্মাকে সন্দেশখালিতে আসতে দেখা যায়। সেখানকার মহিলারা বলছেন এই রেখা শর্মা জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজের সই করিয়েছিলেন। এই কাজে তাকে সাহায্য করেছে। বিজেপি নেত্রী পিয়ালি দাস। চিঠিতে তৃণমূলের তরফে এনাদের বিরুদ্ধে তো বটেই তার সঙ্গে একাধিক বিজেপি নেতা, প্রার্থী, সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। অভিযোগ পত্রে তাঁদের বিরুদ্ধে সন্দেশখালির নিরপরাধ মহিলাদের সঙ্গে জালিয়াতি, প্রতারণা, ভীতি প্রদর্শন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, যখন মহিলারা ভুয়ো ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে চান, তখন বিজেপি নেত্রী পিয়ালি ও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করেছেন। এই ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ করে বিজেপি যাতে নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে পারে, সেই কাজে সাহায্য করেছে জাতীয় মহিলা কমিশন।

শনিবার রাতে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের দ্বিতীয় ভিডিও প্রকাশ্যে আসে। ষড়যন্ত্রের পর্দাফাঁস হতেই ফের টাকা দিয়ে পোষা বাহিনীকে রাস্তায় নামিয়েছে বিজেপি। উসকানি দিয়ে রবিবার সকাল থেকে ফের অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে সন্দেশখালিতে। এদিন বিজেপির মহিলারা লাঠি, বাঁশ নিয়ে সকাল থেকে রাস্তায় নামেন। নেতৃত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গিয়ে ওই মহিলাদের হাতে আক্রান্ত হন ঘটনাস্থলে উপস্থিত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূল নেতা দিলীপ মল্লিক। সুকুমার বলেন, ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়ে গিয়েছে। তারপরই চাপে পড়ে হিংসার আশ্রয় নিচ্ছে বিজেপি। এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি কে তীব্র আক্রমণ করে রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, সন্দেশখালির যড়যন্ত্র ফাঁস হতেই মরিয়া বিজেপি নিজেদের কুকীর্তি ঢাকতে হিংসা আর সন্ত্রাস ছড়াচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দেশখালিতে আতঙ্ক ছড়াচ্ছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। আসলে, সন্দেশখালির মা-বোনেদের প্রত্যাঘাত সহ্য করতে পারছে না বিজেপি।গুন্ডাবাহিনী নিয়ে তৃণমূল কর্মীদের উপর নৃশংস হামলা চালাতে বিজেপি তাদের মহিলা কর্মীদের এগিয়ে দিচ্ছে। আর নেতৃত্ব দিচ্ছেন বিজেপি-প্রার্থী রেখা পাত্র, যিনি নিজে দুহাজার টাকার বিনিময় মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছিলেন বলে তাঁরই দলের মন্ডল সভাপতির বক্তব্য থেকে জানা গেছে। এই হামলার কড়া নিন্দা করছে তৃণমূল কংগ্রেস।

 

spot_img

Related articles

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...