কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ২, রিপোর্ট তলব কমিশনের

বাংলার বুকে হিংসা ও রক্তপাতের রাজনীতি করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে সিপিএম। ভোটের আগের রাতে কেতুগ্ৰামে তৃণমূল কর্মীকে নৃশংস খুনের ঘটনায় সিপিএমের ‘হার্মাদ বাহিনী’কে কাঠগড়ায় তুলে বামেদের একহাত নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission)। তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ইতিমধ্যেই ১০ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

সোমবার বোলপুরে নির্বাচন ছিল। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম। সেই এলাকারই চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ (৫০) রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয়। বোমার ঘায়ে জখম হয়ে লুটিয়ে পড়েন মিন্টু। তার পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এরপর কাটোয়ার SDPO পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে প্রায় ২ ঘণ্টা পর দেহ উদ্ধার করা সম্ভব হয়। ভোটের আবহে এই ঘটনায় এবার রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন।