Wednesday, November 5, 2025

বিজেপির প্রশ্রয়েই অশান্তি! কেতুগ্ৰামে কর্মী খুনের ঘটনায় সিপিএম-কে ধুয়ে দিল তৃণমূল

Date:

দীর্ঘ ৩৪ বছর বাংলায় লাগাতার হিংসা ও রক্তপাতের রাজনীতি করেও ক্ষান্ত হয়নি। কেতুগ্ৰামে (Ketugram) তৃণমূল (TMC) কর্মীকে নৃশংস খুনের ঘটনায় সিপিএমের (CPIM) ‘হার্মাদ বাহিনী’কে কাঠগড়ায় তুলে বামেদের একহাত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার রাতে তৃণমূল কর্মী মিন্টু শেখকে (Mintu Seikh) খুনের ঘটনায় রীতিমতো অশান্ত কেতুগ্ৰাম। সোমবার সেখানে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। আর তার আগেই এমন ঘটনায় ঘৃণ্য রাজনীতির অভিযোগে সরব তৃণমূল‌।

এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্ৰেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, রবিবার রাতে মিন্টু শেখ নির্বাচনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাঁকে প্রথমে বাধা দেওয়া হয়, পরে নৃশংসভাবে কুপিয়ে ও বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের আরও অভিযোগ, বাংলা থেকে মুছে যাওয়ার পর সিপিআই(এম) এখন বিজেপির ক্ষমতাবলে লাগাতার বাংলায় অশান্তি পাকাচ্ছে। মানুষকে রীতিমতো ভয় দেখিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তারা। নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে তৃণমূল।


ভোটের আগের দিন রাতে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম। সেই এলাকারই চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ (৫০) রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয়। বোমার ঘায়ে জখম হয়ে লুটিয়ে পড়েন মিন্টু। তার পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ইতিমধ্যে পুলিশের প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে কমিশনের দফতরে। সূত্রের খবর, পুরনো শত্রুতার কথা উল্লেখ ওই রিপোর্টে। ভোটের আগে এই খুনকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version