বাকি আর তিনদফার ভোটগ্রহণ। প্রতিদফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল (TMC)। চতুর্থ দফার ভোট গ্রহণের দিনই সপ্তমদফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বাংলার শাসকদল। সেখানে ফেরানো হল কুণাল ঘোষকে (Kunal Ghosh)। তালিকায় ৩৫ নম্বরে নাম রয়েছে তাঁর।