দিনের আলো নিভে এল, বিকেলেই ঘনালো গাঢ় অন্ধকার। ধুলো ঝড়ে ঢাকলো মুম্বই নগরী (dust-storm in Mumbai)। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই মিনি টর্নেডোর মত ঝড়ের সাক্ষী হল টিনসেল টাউন। ঘটনাস্থলের যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি পেট্রোল পাম্পের উপর একটা দৈত্যাকার বিজ্ঞাপনী বোর্ড ভেঙে পড়ছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ৬৪ জন জখম হয়েছেন বলে খবর। মর্মান্তিক এই ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্ঘটনায় মৃতদের পরিবারের আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sad to know that several people have died and many more trapped and injured in a massive billboard accident in Mumbai today evening, when the hoarding fell in a dust storm.
My sincere condolences to the next of kin of the dead, and solidarity to the struggling survivors.— Mamata Banerjee (@MamataOfficial) May 13, 2024
প্রসঙ্গত, সোমবার মহারাষ্ট্রের আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মুম্বই, পালঘর এবং থানের বাসিন্দাদের বিপর্যয়ের বিষয়ে সাবধান করা হয়েছিল। এদিন বিকেলে কয়েক মিনিটের ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর পুরোপুরি ধুলোয় ঢেকে যায়। মুম্বই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। একটা সময়ে দৃশ্যমানতা গিয়ে পৌঁছয় প্রায় শূন্যতে যার জেরে থমকে যায় শহরের ট্রাফিক। ভাইরাল ভিডিওতে দেখা গেছে পেট্রোলপাম্পের ছাদ দুমড়ে গিয়েছে বিলবোর্ডের ভারে, নীচে চাপা পড়েছে কিছু গাড়িও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।


আরও পড়ুন- একাদশের অকৃতকার্য পড়ুয়াদের ফের পড়তে হবে সেমিস্টার নিয়মেই, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সংসদ
