চতুর্থ দফার ভোটের দিনও জোড়া সভা, আজ নদিয়া-ব্যারাকপুরে প্রচার মমতার 

0
1

সোমবার চতুর্থ দফার ভোটের দিনেই রাজ্যের দুটি লোকসভা এলাকায় নির্বাচনী প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্রথম সভাটি হবে নদিয়ার (Nadia) গয়েশপুরে (Gayeshpur)। সেখানে বনগাঁ (Bongaon)লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচার সারবেন তিনি‌। এই আসনে বিজেপির প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। বনগাঁ উত্তরের অভিযান সংঘের মাঠে দুপুর ২ টো নাগাদ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর মমতার গন্তব্য ব্যারাকপুর লোকসভা এলাকার নোয়াপাড়া বিধানসভা। সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার সারবেন মমতা। এই আসনে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ অর্জুন সিং। রবিবারই অর্জুনের সমর্থনে ব্যারাকপুরে প্রচার সভা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার সারবেন তৃণমূল নেত্রী। এদিন দুপুর ৩টে নাগাদ নোয়াপাড়ার শান্তিনগর হেলথ সেন্টারের মাঠে জনসভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোট শুরুর আগে থেকেই প্রতিদিনই একের পর এক জনসভা করছেন মমতা ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারও রাজ্যের ৮ আসনে ভোটগ্রহণ, আর মধ্যেই এদিন মমতা কী বার্তা দেন সেদিকে নজর থাকবে। ইতিমধ্যে মমতার সভা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।