Sunday, November 9, 2025

নারী নির্যাতন হয়নি, অভিযোগ তুলে নিতেই মহিলাকে হুমকি রেখা পাত্রর!

Date:

সন্দেশখালি নিয়ে বিজেপির প্ররোচনার এক একটি ভিডিও ফাঁস যেন বিজেপির দফতরে এক একটি ভূমিকম্প। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দাবি করছেন তৃণমূলের পক্ষ থেকে চাপ দিয়ে অভিযোগ প্রত্যাহার করানো হচ্ছে, তখন সন্দেশখালির মহিলারাই প্রকাশ্যে এসে জানাচ্ছেন তাঁদের মিথ্যা অভিযোগের কাহিনী। এমনকি অভিযোগ প্রত্যাহার করার পরেও বিজেপি প্রার্থী রেখা পাত্র এসে হুমকি দিচ্ছেন বিজেপি বসিরহাটে জিতলে অভিযোগ প্রত্যাহারের পরিণাম ভোগ করতে হবে মহিলাদের। এতদিন ‘নির্যাতিতা’র ভেক ধরা রেখা পাত্রর স্বরূপ স্থানীয় মহিলারা খুলে দিতেই মরিয়া রেখা। ৭২ জনের ‘দূর্গ’ ভেঙে পড়তেই ভয় দেখানোর খেলা শুরু সন্দেশখালিতে।

স্টিং অপারেশনে গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আসার পরেই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছেন ভুয়ো অভিযোগ করা মহিলারা। বিজেপির স্থানীয় নেতা নেত্রীদের প্ররোচনায় ভুল বুঝে সাদা কাগজে সই করার কথা তাঁরা প্রকাশ্যে স্বীকার করেছেন। স্থানীয় মহিলারা এখন সংবাদ মাধ্যমের কাছেও নিজেদের ভুল স্বীকার করে মহিলা অসম্মানের মিথ্যা ভাগীদার হওয়ার চক্র থেকে বেরিয়ে আসার দাবি করছে। তেমনই আরও একজন মহিলা দাবি করেছেন স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি ভুল বুঝিয়ে যৌন নিগ্রহের কাগজে সই করিয়েছিলেন। তৃণমূল নেতা উত্তম সরদারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বলে তিনি দাবি করেন। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

মিথ্যা অভিযোগ করার পরে নিজের পরিচয় প্রকাশ করতেও লজ্জা পাচ্ছেন ওই মহিলা। তিনি দাবি করেন, সেই সময় তৃণমূল নেতাদের উপর তাঁর রাগ ছিল। তাঁর পরিবারের পুরুষরা একশো দিনের টাকা পাননি বলে তাঁর ভাইরা বিজেপির প্ররোচনায় আন্দোলন করেছিল। পুলিশ তাঁদের গ্রেফতার করেছিল। মহিলার সেই রাগকে হাতিয়ার করেই বিজেপি নেত্রী মাম্পি তাঁকে অভিযোগ পত্রে সই করান বলেও দাবি তাঁর। কিন্তু বর্তমানে তাঁর ভাইরা মুক্ত। তাই তিনিও ভুয়ো অভিযোগ প্রত্যাহার করেছেন।

আর এই অভিযোগ প্রত্য়াহারের পরেই বিজেপি প্রার্থী রেখা পাত্রর হুমকির মুখে সন্দেশখালির ওই মহিলা। তিনি বলেন, রেখা পাত্র এসে তাঁর অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেন। এমনকি বলেন লোকসভা নির্বাচনে তিনি জিতে এলে কে ‘ঠেকাবে’ অভিযোগ প্রত্যাহারকারিনীকে। অভিযোগ প্রত্যাহারকারিনী যেখানে নিজে জানাচ্ছেন যারা মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করছেন, তাঁরা ঠিক বলছেন। সবার মতো তিনিও স্বেচ্ছায় অভিযোগ প্রত্যাহার করেছেন, সেখানে হারাধনের ৭২ কন্যা হারানোর ভয়ে পাল্টা তৃণমূলের টাকা বিতরণের তত্ত্ব খাঁড়া করছেন রেখা পাত্র।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version