Tuesday, August 26, 2025

সাতদফা লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় (4th Phase of Loksabha Election)সোমবার ভোটগ্রহণ হল বাংলার ৮ রাজ্যে। দেশের মধ্যে মোট ৯৬ কেন্দ্রে বিকেল ৫টায় ভোট শেষ হল। এদিন বাংলায় মোট ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ। সারা দেশে ভোট পড়েছে ৬২.৩০ শতাংশ। ভোটদানের নিরিখে শীর্ষে বোলপুর (Bolpur)। বিকেল ৩টের সময় নির্বাচন কমিশন (Election Commission of India) যে পরিসংখ্যান দেয় তাতেই দেখা যায় প্রথম স্থানে বোলপুর। পরবর্তী দুঘণ্টাতেও মানে বিকেল ৫টা পর্যন্তও এই ট্রেন্ড বদলায়নি। সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্র (Ranaghat Loksabha Constituency)। সেখানে ভোট ৭৭.৪৬ শতাংশ । এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।

লোকসভা নির্বাচনের এই ভোট হল দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশে ২৫টি, তেলেঙ্গানায় ১৭টি উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হল আজ। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও এদিন ভোট হয়েছে। সকাল থেকেই বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর মিলেছে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হিংসার খবরের পাশাপাশি নদিয়ার পলাশিপাড়াতে ভোট কারচুপির অভিযোগও উঠেছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোট শেষের পর সাংবাদিকদের জানান এদিন ভোটে গোলমাল পাকানোর অভিয়োগে মোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযগের প্রেক্ষিতে দুইজন প্রিসাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে। বাকি তিন দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিমাণ আরও বাড়ছে বলে জানিয়েছেন তিনি। পঞ্চম দফায় ৭৬২ কোম্পানি পরের দফায় কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হবে । ষষ্ঠ দফায় বাহিনী থাকবে ১০২০ কোম্পানির বেশি।

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version