দুপুর ৩টে পর্যন্ত বাংলায় ভোটের হার ৬৬.০৫ শতাংশ, শীর্ষে বোলপুর

চতুর্থ দফার লোকসভা নির্বাচনে (Loksabha Election)বিক্ষিপ্ত অশান্তির মাঝেই চলছে ভোটগ্রহণ পর্ব। নির্বাচন কমিশনের (Election Commission of India)দেওয়া তথ্য অনুসারে বিকেল ৩টে পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ভোটদানের হার ৬৬.০৫ শতাংশ। শীর্ষে রয়েছে বোলপুর (Bolpur)। দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৫২.৬০ শতাংশ। অর্থাৎ এবারেও সবার উপরে রয়েছে বাংলা।

এদিন সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুরে ভোটদানের হার সবচেয়ে বেশি ছিল। কিন্তু বেলা বাড়তেই ছবিটা বদলাতে থাকে। বেলা ১টার হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। আবার দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোটদানের হিসেব বলছে সব থেকে বেশি ভোট পড়েছে বোলপুর কেন্দ্রে, ৬৯.০৮ শতাংশ। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমান-দুর্গাপুর ( ৬৭.৯২ শতাংশ)। তৃতীয় স্থানে রয়েছে বর্ধমান কেন্দ্র। ৩টে পর্যন্ত ওই কেন্দ্রে ভোটদানের হার ৬৭.৮৩ শতাংশ। বহরমপুরে ৬৫.৮৭ শতাংশ, কৃষ্ণনগরে ৬৬.৩৭ শতাংশ, রানাঘাটে ৬৬.১৮ শতাংশ, আসানসোলে ৬০.২৬ শতাংশ এবং বীরভূমে ৬৪.৯৮ শতাংশ ভোট পড়েছে বলে খবর মিলেছে।

 

Previous articleচিপকে কি এটাই ছিলো ধোনির শেষ ম্যাচ? মুখ খুললেন মাহির সতীর্থ
Next articleএবার গোয়েঙ্কা-রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন সেহবাগ