Saturday, August 23, 2025

কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Maji has got bail) ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। মঙ্গলবারের শুনানিতে বিশেষ সিবিআই আদালতের বিচারক মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন।

মঙ্গলবার সকালেই জামিনের আর্জি নিয়ে আসানসোল আদালতে (Assansol CBI Court) আত্মসমর্পণ করেন লালা ওরফে অনুপ মাজি (Anup Maji)। কয়লা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে সিবিআই-এর (CBI) তরফে অভিযোগ করা হলেও সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ পান তিনি। সেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পণ করেন।আগামী ২১ মে কয়লা মামলায় শেষ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই ট্রায়াল শুরু হওয়ার কথা । আদালত সূত্রে খবর জামিনের আবেদন নিয়েই অনুপ আদালতের দ্বারস্থ হন। ২০২০ সাল থেকে কয়লা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন শুনানি শুরু হতেই জামিন পেয়ে যান লালা। আদালত সূত্রে জানা যাচ্ছে ১০ লক্ষ টাকায় শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে অনুমতি ছাড়া নিজের এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না অনুপ। আদালত নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায় যেখানে তাঁর বাড়ি, সেই এলাকার ৫০ কিলোমিটারের বাইরে যেতে পারবেন না অনুপ এবং তদন্তে সব ধরনের সহযোগিতা করতে হবে । কয়লা মামলায় তদন্তকারীদের ভূমিকায় খুশি নয় আদালত, তা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন বিচারক।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version