Friday, November 14, 2025

লোকসভা নির্বাচনের প্রচারে পূর্ব মেদিনীপুরে বিশেষ নজর, একগুচ্ছ জনসভা মমতা- অভিষেকের!

Date:

সাত দফা লোকসভা নির্বাচনের (Loksabha Election) চার দফা শেষ হয়েছে। এখনও তিন দফা নির্বাচন বাকি। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে বিশেষ রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসক দল। সূত্রের খবর এই জেলার কাঁথি এবং তমলুক কেন্দ্রের (Kanthi and Tamluk Constituency) জন্য তৃণমূল কংগ্রেসের (TMC ) তরফে একগুচ্ছ কর্মসূচি তৈরি করা হয়েছে। এই দুই কেন্দ্রেই টানা জনসভা এবং রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নির্বাচনের ব্যস্ততায় রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেখানেই যাচ্ছেন সেখানেই জনসুনামি তৈরি হচ্ছে। তীব্র তাপপ্রবাহ হোক বা দুর্যোগের ঘনঘটা – থামতে রাজি নন মমতা অভিষেক। দুজনেই প্রতি কেন্দ্রের প্রার্থীর সমর্থনে জনসভাতে ঝড় তুলছেন। তবে এবার পূর্ব মেদিনীপুর জেলায় আগামী ১৬ তারিখ থেকে ২৩ মে অর্থাৎ ষষ্ঠ দফা ভোটে প্রচারের শেষদিন পর্যন্ত খোদ তৃণমূল সুপ্রিমো জনসংযোগ করবেন। একই কর্মসূচি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১৬ মে হলদিয়া, এগরা ও কাঁথিতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিনই বিষ্ণুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো হবে। ১৭ মে শুক্রবার তমলুকে (Tomluk) দেবাংশুর সমর্থনে রোড শো এবং হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে জনসভা করবেন অভিষেক। ১৮ তারিখ জয়নগরের জনসভার পাশাপাশি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে রোড শো করবেন। ১৯ মে ঝাড়গ্রাম ও ঘাটালের দলীয় প্রার্থীদের হয়ে জনসভা রয়েছে। ২২ তারিখে নন্দীগ্রামে রোড শো (Road show in Nandigram) করবেন অভিষেক বলে জানা যাচ্ছে।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version