Tuesday, December 16, 2025

নীল-সাদায় মনোনয়ন পেশ মোদির, ‘রাজা তোর কাপড় কোথায়?’ মনে করালেন ডেরেক

Date:

দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো। কাল ভৈরবের মন্দিরে পুজো। মনোনয়ন পেশের সময় পাশে সন্ন্যাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনয়ন পেশের সঙ্গে উপস্থিত ধর্ম-উপাসক হিসাবে নিজেকে প্রচারের সব রকম রসদই। দেশের একাধিক মন্ত্রী ও এনডিএ জোটের শীর্ষ নেতাদের নিয়ে বারাণসী জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সময়ও নরেন্দ্র মোদির কাছে সব থেকে বেশি গুরুত্ব পেল হিন্দুত্বের প্রচার। মনোনয়ন পেশের দিন রাজ্যসভার একটি পুরোনো ভিডিও পোস্ট করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের কটাক্ষ দেশের একনায়কতন্ত্র কায়েম করা ‘রাজা’কে নিয়ে।

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ প্রথমে কাশির দশাশ্বমেধ ঘাটে গঙ্গা পুজো করেন নরেন্দ্র মোদি। সেখান থেকে কালভৈরবের মন্দিরে পুজো দেন। তারপরই রওনা দেন বারাণসী জেলাশাসকের দফতরের উদ্দেশে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও এনডিএ জোটের শরিক দলের শীর্ষনেতাদের মধ্যে ছিলেন চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাশওয়ান, আরএলডি-র জয়ন্ত চৌধুরী, পিএমকে-র অম্বুমানি রামদাস প্রমুখ। জেলাশাসকের ঘর পর্যন্ত তাঁকে সঙ্গে দেন যোগী আদিত্য়নাথ, সন্ন্যাসী ও তাঁর প্রস্তাবকরা।

মোদির মনোনয়ন পেশের দিন তৃণমূল স্মরণ করায় তাঁর জমানায় দেশের গণতন্ত্র, সাংসদদের মুখ বন্ধ করার সংক্ষিপ্ত ইতিহাস। ১০ ফেব্রুয়ারি বাজেট প্রস্তাবনা পেশের শেষ দিনের একটি ভিডিও পোস্ট করেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যেখানে কটাক্ষ করা হয় ‘ফাঁকা সংসদে’ ২০২৪ সালে বিজেপি সরকারের বাজেট প্রস্তাবনা পেশকে। রাজ্যসভায় সেদিন আরেক সাংসদ সাকেত গোখলে বর্ণনা করেছিলেন উলঙ্গ রাজা-র কাহিনী।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version