Friday, August 22, 2025

নীল-সাদায় মনোনয়ন পেশ মোদির, ‘রাজা তোর কাপড় কোথায়?’ মনে করালেন ডেরেক

Date:

দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো। কাল ভৈরবের মন্দিরে পুজো। মনোনয়ন পেশের সময় পাশে সন্ন্যাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনয়ন পেশের সঙ্গে উপস্থিত ধর্ম-উপাসক হিসাবে নিজেকে প্রচারের সব রকম রসদই। দেশের একাধিক মন্ত্রী ও এনডিএ জোটের শীর্ষ নেতাদের নিয়ে বারাণসী জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সময়ও নরেন্দ্র মোদির কাছে সব থেকে বেশি গুরুত্ব পেল হিন্দুত্বের প্রচার। মনোনয়ন পেশের দিন রাজ্যসভার একটি পুরোনো ভিডিও পোস্ট করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের কটাক্ষ দেশের একনায়কতন্ত্র কায়েম করা ‘রাজা’কে নিয়ে।

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ প্রথমে কাশির দশাশ্বমেধ ঘাটে গঙ্গা পুজো করেন নরেন্দ্র মোদি। সেখান থেকে কালভৈরবের মন্দিরে পুজো দেন। তারপরই রওনা দেন বারাণসী জেলাশাসকের দফতরের উদ্দেশে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও এনডিএ জোটের শরিক দলের শীর্ষনেতাদের মধ্যে ছিলেন চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাশওয়ান, আরএলডি-র জয়ন্ত চৌধুরী, পিএমকে-র অম্বুমানি রামদাস প্রমুখ। জেলাশাসকের ঘর পর্যন্ত তাঁকে সঙ্গে দেন যোগী আদিত্য়নাথ, সন্ন্যাসী ও তাঁর প্রস্তাবকরা।

মোদির মনোনয়ন পেশের দিন তৃণমূল স্মরণ করায় তাঁর জমানায় দেশের গণতন্ত্র, সাংসদদের মুখ বন্ধ করার সংক্ষিপ্ত ইতিহাস। ১০ ফেব্রুয়ারি বাজেট প্রস্তাবনা পেশের শেষ দিনের একটি ভিডিও পোস্ট করেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যেখানে কটাক্ষ করা হয় ‘ফাঁকা সংসদে’ ২০২৪ সালে বিজেপি সরকারের বাজেট প্রস্তাবনা পেশকে। রাজ্যসভায় সেদিন আরেক সাংসদ সাকেত গোখলে বর্ণনা করেছিলেন উলঙ্গ রাজা-র কাহিনী।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version