এসএসসির যোগ্য-অযোগ্যদের বাছাই করতে ‘চাকরিহারা’দের জিজ্ঞাসাবাদ CBI- এর

যোগ্য – অযোগ্য কারা? রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায় এই একটা প্রশ্নের সদুত্তর না মেলার জন্য। যদিও কলকাতা আদালতের (HC) নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এসএসসি (School Service Commission) জানিয়েছে তালিকা করে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এবার জেলা ভিত্তিক তালিকা ধরে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে তলব করা শুরু করেছে সিবিআই (CBI)। সোমবারের পর মঙ্গলেও চলছে জিজ্ঞাসাবাদ।

সিবিআই সূত্রে খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ ‘অযোগ্য’ শিক্ষকদের নিজাম প্যালেসের (Nizam Palace) তলব করা হয়েছে। OMR যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখানেই কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের OMR- এ কারচুপি হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। SSC অনেককে চিহ্নিত করেছে। এবার ৬টি তালিকা ধরে তাঁদেরই তলব করছে সিবিআই (CBI)।