Saturday, May 3, 2025

অভিষেকের রোড শো-এ জনসুনামি, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে ভাসল বারাকপুর

Date:

Share post:

বারাকপুর লোকসভা কেন্দ্রের (Barackpore Loksabha Constituency) তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhowmik)সমর্থনে বুধবার বিকেল পাঁচটা নাগাদ রোড শো শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যাত্রাপথ ছিল বড়পোল থেকে জাফরপুর পর্যন্ত। কিন্তু শুরু থেকে শেষ অব্দি কাতারে কাতারে মানুষের ভিড়ে জনসুনামি তৈরি হল। কাজ ফেলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন সাধারণ মানুষ। কেউ বারান্দা থেকে হাত নাড়লেন, কেউ ছাদ থেকে নমস্কার জানালেন। এদিন হুড খোলা ট্যাবলো নয় বরং গাড়ির মাথায় বসেই সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল (TMC ) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগামী সোমবার বারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেখানে তৃণমূল কংগ্রেসের টিকিটের প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক। নম্র শান্ত স্বভাবের জন্য তিনি ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারাকপুরের সভা থেকে প্রার্থীকে জয়ী করার অনুরোধ করে গেছেন। এবার অভিষেক রাস্তায় নামতেই দুহাত ভরে আশীর্বাদ করলেন এলাকার মানুষ। আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সভা করার পর সোজা বারাকপুরে এসে রোড শো শুরু করে দেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চরম ব্যস্ততার মধ্যেও এতোটুকু ক্লান্তি ধরা পড়লো না তাঁর চোখে মুখে। রাস্তার দু’ধারে মানুষ যখন তাঁকে একবার দেখার আশায় ঘণ্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন, তখন অভিষেক তাঁদের নিরাশ করলেন না। হাসি মুখে কখনও হাত নাড়লেন কখনও বা করজোড়ে নমস্কার করলেন। পার্থ ভৌমিক ছিলেন অপর একটি গাড়িতে, সঙ্গে ছিলেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীও (Raj Chakraborty)। অভিষেক তাঁর স্বভাবোচিত ভঙ্গিমায় গোলাপের পাপড়িও উড়িয়ে দিলেন দুধারে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে। কেউ সে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন, কেউ আবার চেষ্টা করলেন যদি একঝলকের এক সেলফি তুলে রাখা যায়। প্রায় পঞ্চাশ মিনিটের রোড শোতে বারাকপুরের আবেগে ভাসলেন অভিষেক নিজেও।


 

spot_img
spot_img

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...