Tuesday, November 18, 2025

সম্রাটের শাসন নয়, আদালতে গণতান্ত্রিক আলোচনা: বিশ্বমঞ্চে দাবি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

Date:

দেশের বিচার ব্যবস্থা সম্রাটের শাসনের মতো না, গণতন্ত্রের পথ খুলে দেওয়ার আলোচনার জায়গা হওয়া উচিত বলে বিশ্বমঞ্চে দাবি করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud)। ব্রাজিলে জি-টোয়েন্টি (G-20) সদস্য দেশগুলির সর্বোচ্চ আদালত ও সাংবিধানিক আদালতের শীর্ষ পদস্থদের সম্মেলনে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসার দাবিও করেন দেশের প্রধান বিচারপতি।

রিও ডি জেনিরেতো (Rio De Janeiro) অনুষ্ঠিত জে-টোয়েন্টি (J-20) দেশগুলির প্রধান বিচারপতিরা অংশ নিয়েছেন এই সম্মেলনে। ভারতের বিচার ব্যবস্থার বিবর্তনের বার্তা সেখানে তুলে ধরেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেন ভারতের বিচারপতিদের কর্তব্য ও দায়িত্বের কথা। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের ব্যবহারের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেন প্রধান বিচারপতি।

করোনা পরিস্থিতির সময়ের উল্লেখ করে দেশের বিচার ব্যবস্থার বিবর্তনের প্রসঙ্গে চন্দ্রচূড় বলেন, “আমাদের আদালতগুলিকে সম্রাটের (emperors) চাপিয়ে দেওয়া ব্যবস্থার পরিবর্তে আবার আলোচনা করার গণতান্ত্রিক ব্যবস্থা হিসাব মানুষ ভাবতে শুরু করেছেন।” সেই সঙ্গে তিনি বলেন, “করোনা পরিস্থিতি আমাদের আদালতের প্রথম সারির যোদ্ধাদের ঠেলে দিয়েছে রাতারাতি পদ্ধতি বদলে ফেলতে। আদালতগুলি আর সামান্য অস্বচ্ছ জাগতিক ব্যবস্থায় (opaque physical spaces) সীমাবদ্ধ নেই।”

বিচারপতিদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “বিচারক হিসাবে, আমরা কোনও রাজপুত্রও (princes) নই কোনও সার্বভৌম শাসক (sovereigns) নই যেখানে আমাদের নিজেদের ব্যাখ্যা করার প্রয়োজন থাকবে না। আমরা পরিষেবা প্রদানকারী, এবং অধিকারের স্বীকৃতি দেওয়ার সংগঠনকে সক্ষমতাদানকারী।”

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version