সমকামী সঙ্গীকে চড়! বাবাকে খুন করে পোড়ালো ছেলে

রাগে মোহনলাল দুজনকেই চড় মারেন। নিজের চড় হজম করে নিলেও কৃষ্ণর উপর আঘাত মেনে নিতে পারেনি অজিত।

0
2

ছেলের সমকামী সম্পর্কে বাধা বাবা। এমনকি সঙ্গীকে ছেলের সঙ্গ ছেড়ে যেতে বাধ্য করতে চড়ও মারেন তিনি। পরিণামে বন্ধুদের সঙ্গে নিয়ে বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মথুরার অজিত শর্মা ও তাঁর তিন বন্ধুর বিরুদ্ধে। এমনকি পুলিশের জালে ধরা পড়ার আগে গুলিও চালায় তাঁরা। গুলিবিদ্ধ অবস্থায় অজিত ও তাঁর তিন বন্ধুকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

মথুরার কোতওয়ালি থানার অন্তর্গত অন্তপদ গ্রামের বাসিন্দা অজিত শর্মা পাঁচ বছর ধরে কৃষ্ণ ভর্মা নামে এক বন্ধুর সঙ্গে সমকামী সম্পর্কে জড়িত ছিলেন। কিন্তু তাঁর বাবা মোহনলাল শর্মা ছেলের এই সম্পর্ক মেনে নিতে পারেননি। দিনরাত এই নিয়ে অশান্তি লেগেই থাকত। অন্যদিকে অজিতকে স্বামী বলে মেনে নেওয়া কৃষ্ণ কোনওভাবেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি ছিল না। রাগে মোহনলাল দুজনকেই চড় মারেন। নিজের চড় হজম করে নিলেও কৃষ্ণর উপর আঘাত মেনে নিতে পারেনি অজিত। তাই বন্ধুদের নিয়ে বাবাকেই সরিয়ে দেওয়ার চক্রান্ত করে।

দুই বন্ধু লোকেশ ও দীপককে সঙ্গে নিয়ে অজিত ও কৃষ্ণ বেলচা দিয়ে খুন করে মোহনলালকে। দেহ লোপাটে প্রায় ৫ কিমি দূরে রায়া থানার অন্তর্গত আর্য গ্রামে নিয়ে গিয়ে দেহ পুড়িয়ে দেয়। প্রতিবেশীরা প্রশ্ন করলে অজিত জানায় পেশায় ট্যাক্সিচালক মোহনলাল লক্ষ্ণৌতে কাজের জন্য গিয়েছে। তবে সন্দেহ হওয়াতেই মোহনলালের খোঁজ শুরু করে পুলিশ। এরপরই আর্য গ্রাম থেকে উদ্ধার হয় পোড়া দেহ। ঘটনায় অজিত ও কৃষ্ণ সহ চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ।