Sunday, May 4, 2025

বড়মার ঘর থেকে তাড়িয়ে দিয়েছন শান্তনু, ঠাকুর বাড়িতে আমরণ অনশনে মমতাবালার কন্যার

Date:

Share post:

ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়েছে। ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিজের অধিকারের লড়াইয়ে আমরণ অনশনে বসলেন সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর।
পৈতৃক ভিটে ফিরে পাওয়ার দাবিতে ঠাকুরনগর মতুয়া ঠাকুর বাড়িতেই এই আমরণ অনশন চালাচ্ছেন মমতাবালার মেয়ে! তাঁর সঙ্গে অনেক মতুয়া ভক্তরাও এই অন্যায়ের সুবিচার চেয়ে অনশন করছেন। সঙ্গে যোগ দিয়েছেন মমতাবালা ঠাকুরও।

সম্প্রতি বনগাঁর বিদায়ী সংসদ তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর রাতের বেলায় বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঢুকতে দেখা যায়। অন্যায়ভাবে উচ্ছেদের পর ঘরে তালা দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বড়মা বীণাপানি দেবীর পাশের ঘরে থাকতেন মমতা ঠাকুর ও তার মেয়ে মধুপর্ণা। এই ঘটনায় মমতাবালা ঠাকুর অভিযোগ তুলেছিলেন, শান্তনু ঠাকুর ঘর থেকে তাঁকে বিতাড়িত করেছেন। তাই পৈতৃক ভিটেতে নিজেদের বাসস্থান ফিরে পেতে, বড়মা বীণাপানি দেবীর ঘরের পাশে একটি খাটিয়া পেতে অনশনে বসেছেন মধুপর্ণা ঠাকুর।

মধুপর্ণা প্রশ্ন তোলেন, ‘মেয়ে বলে কি নিজের পৈতৃক ভিটে কোনও অধিকার থাকবে না? সেখানে তাঁরা থাকতে পারবেন না? ঠাকুমা তথা মতুয়া বড় মা বীণাপাণি দেবীর ঘর অন্ধকার, অপরিচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। পুজো দেওয়া যাচ্ছে না। বাড়িতে বাচ্চা আছে। তারাও ঘরে ঢুকতে পারছে না।

মেয়ের এই যুক্তিকে সমর্থন করেছেন মা মমতাবালাও। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতাবালার অভিযোগ, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের কথা বলেন। কিন্তু তাঁর দলেরই সাংসদ ঠাকুরবাড়ির উপরে চরম অত্যাচার শুরু করেছেন। গত মাসের ৭ তারিখে শান্তনু ঠাকুর তাঁর দলবল নিয়ে আমার ঘরে ও বড়মার ঘরে তালা ভেঙে তালা দিয়েছেন, তাই প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের মেয়েরা তাদের ঘরে ঢুকতে পারছে না। বঞ্চিত হওয়ার পরে তাঁরা আমরণ অনশনে বসেছেন।”





 

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...