‘নিউজক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থর গ্রেফতারি ও হেফাজত বেআইনি। নির্দোষ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। “দেশদ্রোহিতা”র অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি পুলিশ যে ইউএপিএ আইনের আওতায় সম্পাদক প্রবীরকে গ্রেফতার করেছিল, সেটাও ছিল ভুল।
আজ, বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভৈ এবং সন্দীপ মেহতার বেঞ্চ রায়ে জানায়, এই গ্রেফতারি ও হেফাজত সম্পূর্ণ বেআইনি। আইন মেনে গ্রেফতার করা হয়নি। এমনকী, হেফাজতে পাঠানোর সময়েও আইন মানা হয়নি। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রবীর নিম্ন আদালতে বেল বন্ড জমা দেবেন। তার পরেই তিনি মুক্তি পাবেন জেল থেকে। প্রবীরের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। অন্যদিকে, দিল্লি পুলিশের হয়ে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু।
গত ২ অক্টোবর থেকে হেফাজতে রয়েছেন প্রবীণ সাংবাদিক প্রবীর পুরকায়স্থ। ওই অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অর্থের বিনিময়ে দেশবিরোধী প্রচার চালাচ্ছিলেন তারা। গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্ট শুনানি শেষে রায়দান স্থগিত রাখে। আজ রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।